হোম রাজনীতি শেষ পর্যন্ত চেষ্টা করব, এই জোট যেনো অটুট থাকে: নাহিদ ইসলাম

শেষ পর্যন্ত চেষ্টা করব, এই জোট যেনো অটুট থাকে: নাহিদ ইসলাম

কর্তৃক Editor
০ মন্তব্য 47 ভিউজ

নিউজ ডেস্ক:
এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা শেষ পর্যন্ত চেষ্টা করবো এই জোট যেনো অটুট থাকে। তবে যদি কারও ভিন্নতা থাকে তবুও আমাদের জোট প্রক্রিয়া এগিয়ে যাবে। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে মগবাজারে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি।
নাহিদ বলেন, এই জোট আসন সমঝোতার জোট হলেও এর একটি রাজনৈতিক গুরুত্ব আছে। একটা আকাঙ্খার জায়গা আছে। এই নির্বাচন প্রতিযোগিতাপূর্ণ হবে। আমাদের যে এজেন্ডাগুলো আছে সংস্কার, দুর্নীতি বিরোধীতা, আধিপত্যবাদ বিরোধীতা, সেই এজেন্ডাগুলো সামনে রেখে একটা ঐক্যবদ্ধ জায়াগা থেকে নির্বাচনে অংশগ্রহণ করবো। সবাই সবাইকে সহযোগিতা করে একটা প্রতিদ্বন্দ্বীতা মূলক নির্বাচন করে আমরা গণতন্ত্রে উত্তরণ করবো, এটা আমাদের সবার প্রতাশা।
তিনি আরও বলেন, যেহেতু খুব অল্প সময়ের মধ্যে জোট প্রক্রিয়াটা হচ্ছে, একটা নতুন দিকে যাচ্ছে, সেহেতু একটা জটিলতা থাকছে। আলোচনার মাধ্যমে সমাধান করছি। ৩০০ আসনে কোনো দলের প্রার্থী না জোটের প্রার্থী হবে । জোটের প্রাথী যে হবে আমরা সবাই তাদের সহযোগিতা করবো।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন