হোম খুলনাবাগেরহাট শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের সাথে সোনালী ব্যাংকের চুক্তিপত্র স্বাক্ষর

শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের সাথে সোনালী ব্যাংকের চুক্তিপত্র স্বাক্ষর

কর্তৃক Editor
০ মন্তব্য 212 ভিউজ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটের শুভদিয়া অবস্থিত শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের সাথে সোনালী ব্যাংক পিএলসি, গৌরম্ভা বাজার শাখার আয়োজনে ‘অনলাইন সেবার (সোনালী পেমেন্ট গেটওয়ে) মাধ্যমে শিক্ষার্থীদের সকল ধরনের ফি গ্রহণ সংক্রান্ত চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের স্বপন দাশ অডিটোরিয়াম ভবনে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বেলা ১১টায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও অত্র কলেজের প্রতিষ্ঠাতা স্বপন দাশ। এতে সভাপতিত্ব করেন শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজ অধ্যক্ষ বটু গোপাল দাস।

ব্যাংক কর্মকর্তা শুভ্র জ্যোতি বসুর উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাগেরহাট সোনালী ব্যাংক পিএলসির প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার সুকুমার রায়, এ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার মো. মিজানুর রহমান, সিনিয়র গৌরম্ভা শাখার প্রিন্সিপাল অফিসার শেখ রাসেল আহমেদ, সহকারী অধ্যাপক মো. হোসাইন ছায়েদীন, মো. সিরাজুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন একাদশ শ্রেণির ছাত্রী ইসরাত জাহান এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন একাদশ শ্রেণির ছাত্র রুদ্র চক্রবর্তী।

শেষে সেবা গ্রহণকারী প্রতিষ্ঠান শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজ এবং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সোনালী ব্যাংক পিএলসি এর মধ্যে চুক্তিপত্র স্বাক্ষর সম্পাদনার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন