ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া অবস্থিত শেখ হেলাল উদ্দীন কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সরকারি নির্দেশনা মোতাবেক জন্মদিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে আলোচনা অনুষ্ঠান শুরু হয়। কলেজ অধ্যক্ষ বটু গোপাল দাসের সভাপতিত্বে, সহকারী অধ্যাপক মোঃ হোসাইন ছায়েদীন এর উপস্থাপনায় বক্তব্য রাখেন উদযাপন কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক দীন মহম্মদ মোল্লা, গভর্ণিং বডির সদস্য মোঃ ফারুকুল ইসলাম, স ম আব্দুর রব, সেখ তারিকুল ইসলাম, মৃত্যুঞ্জয় কুমার দাস, শিক্ষক প্রতিনিধি প্রভাষক সিরাজুল ইসলাম, উৎপল কুমার দাস, বীনা রানী মন্ডল, শামীম ইসলাম শিক্ষার্থী মিতু বিশ্বাস, মুর্শীদা খাতুন, রিজয়ান শেখ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরেন। আলোচনা সভা শেষে কলেজ ক্যাম্পাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে শত বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ। আলোচনা সভা শেষে প্রতিযোগিতা অনুষ্ঠানের পুরস্কার হিসেবে বঙ্গবন্ধুর লেখা বই উপহার হিসেবে দেওয়া হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনের কর্মসূচি শেষ করা হয়।
s