রাজনীতি ডেস্ক :
বিএনপির কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা বিভাগীয় গণসমাবেশ বাস্তবায়ন কমিটির দলনেতা বরকতউল্লাহ ভুলু বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কোনো দুর্নীতি করেন নাই। তিনি আইনের নয়, বরং শেখ হাসিনার আঙ্গুলের ইশারাতাইে জেলে আছেন। নিরাপরাধ খালেদা জিয়াকে যেভাবে শাস্তি দেয়া হয়েছে তার বিচার জনতার আদালতে হবে।
শনিবার (৫ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় জেলা বিএনপি আয়োজিত এক সভায় এ সব কথা বলেন তিনি। আগামী ২৬ নভেম্বর অনুষ্ঠিতব্য কুমিল্লা বিভাগীয় সমাবেশ সফল করতে এ সভার আয়োজন করা হয়।
সভায় ভুলু বলেন, আশা করি সরকারের শুভ বুদ্ধির উদয় হবে। শেখ হাসিনার বাঁচার একমাত্র রাস্তা হচ্ছে বেগম খালেদা জিয়ার কাছে ক্ষমা চাওয়া, তার সাথে আপস করা।
তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনগণের মাঝে এখন নাভিশ্বাস উঠেছে। জনগণ এই পরিস্থিতি থেকে মুক্তি চায়। তাই বিএনপির গণসমাবেশে কেবল বিএনপির কর্মীই নয়, বরং জনতার ঢল নামছে। কুমিল্লার সমাবেশ সফল করতে ব্রাহ্মণবাড়িয়া থেকে লক্ষাধিক লোক সেখানে যাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় আরও বক্তব্য দেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোশতাক আহমেদ, কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক সাঈদুল হক সাঈদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজসহ প্রমুখ।