হোম জাতীয় শেখ হাসিনাকে মোজাম্বিকের প্রেসিডেন্ট ও মাল্টার প্রধানমন্ত্রীর অভিনন্দন

শেখ হাসিনাকে মোজাম্বিকের প্রেসিডেন্ট ও মাল্টার প্রধানমন্ত্রীর অভিনন্দন

কর্তৃক Editor
০ মন্তব্য 75 ভিউজ

জাতীয় ডেস্ক:

পঞ্চমবার ও টানা চতুর্থবার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন মোজাম্বিকের প্রেসিডেন্ট ফিলিপে জ্যাকিন্টো নিউসি ও মাল্টার প্রধানমন্ত্রী রবার্ট অ্যাবেলা।

পৃথক পৃথক শুভেচ্ছা বর্তায় তারা শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বের প্রশংসা করেন এবং পারস্পরিক ও আন্তর্জাতিক স্বার্থে তার সঙ্গে কাজ করার ইচ্ছা পোষণ করেন।

এক চিঠিতে মোজাম্বিকের প্রেসিডেন্ট লিখেছেন, ‘৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ায় আমি আপনাকে আন্তরিক অভিনন্দন জানাতে চাই। আমি নিশ্চিত আপনার নেতৃত্বে বাংলাদেশ সরকারের সঙ্গে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ থাকবে এবং সবার অগ্রগতি ও কল্যাণের জন্য অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নে মনোযোগী হবে।’

তিনি আরও বলেন, ‘আমি আমাদের দুদেশ এবং জনগণের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতার সম্পর্কের ওপর জোর দিতে এই সুযোগটি কাজে লাগাচ্ছি এবং দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিকভাবে এই সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আপনার সঙ্গে কাজ চালিয়ে যেতে প্রস্তুত থাকার কথা পুনর্ব্যক্ত করছি।’

আরেক অভিনন্দপত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনারি সঙ্গে একসঙ্গে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন মাল্টার প্রধানমন্ত্রী রবার্ট অ্যাবেলা।

৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২২৩টিতে জয় পায় আওয়ামী লীগ। এছাড়া স্বতন্ত্রদের মধ্যে বিজয়ী হন ৬২ জন, যাদের মধ্যে ৫৯ জনই আওয়ামী লীগের নেতা। আর জাতীয় পার্টি জয় পেয়েছে ১১টি আসনে। দুটিতে জয় পেয়েছে আওয়ামী লীগের শরিক দল জাসদ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এবং একটিতে জয় পেয়েছে কল্যাণ পার্টি। একটি আসনের ভোটগ্রহণ স্থগিত রয়েছে।

৯ জানুয়ারি নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। পরদিন ১০ জানুয়ারি শপথ নেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। তাদের শপথ গ্রহণের একদিন পর ১১ জানুয়ারি শপথ নেন মন্ত্রিসভার সদস্যরা।

এই শপথের মধ্যে দিয়েই পঞ্চমবার ও টানা চতুর্থ মেয়াদে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিলো আওয়ামী লীগ। আর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পঞ্চম মেয়াদে বাংলাদেশের সরকারপ্রধানের দায়িত্ব নিয়ে ইতিহাস গড়েন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন