হোম জাতীয় শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আলোচনা হয়েছে: পররাষ্ট্র সচিব

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আলোচনা হয়েছে: পররাষ্ট্র সচিব

কর্তৃক Editor
০ মন্তব্য 31 ভিউজ

অনলাইন ডেস্ক:

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে ঢাকা-দিল্লির পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন।

সোমবার সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্র সচিব বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে ঢাকা-দিল্লির পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকে আলোচনা হয়েছে। ভারত থেকে শেখ হাসিনার বিভিন্ন সময়ের বক্তব্য সরকার ভালোভাবে নিচ্ছে না তা জানানো হয়েছে। ভারতে বাংলাদেশ মিশনে হামলা ইস্যুতে আলোচনা হয়েছে। ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার ইস্যুতে একটি গ্যাপ আছে, আমরা আশা করি এ বৈঠকের পর তা দূর হবে।

শেখ হাসিনা অবস্থান করলেও তা দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব পড়বে না বলে ঢাকাকে দিল্লি আশ্বস্ত করেছে বলেও জানান পররাষ্ট্র সচিব।

লিখিত বক্তব্যে পররাষ্ট্র সচিব বলেন, আপনারা জানেন, ভারত আমাদের নিকটতম প্রতিবেশী। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ঐতিহাসিক। এই পরিপ্রেক্ষিতে কনসালটেশনসে উভয় প্রতিনিধিদল বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সম্পর্ককে আরো এগিয়ে নেয়ার ব্যাপারে একমত হয়েছেন।

দুই পররাষ্ট্র সচিবের বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে খোলামেলা আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা বলেছি, বাংলাদেশের সবচেয়ে নিকটবর্তী প্রতিবেশী দেশ হিসেবে ভারতের নিকট আমরা আমাদের দুদেশের মধ্যে বিদ্যমান সব অনিষ্পন্ন বিষয়সমূহের দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তির জন্য ভারতের সহযোগিতা কামনা করি এবং এই লক্ষ্যে আমরা একযোগে কাজ করার বিষয়ে গুরুত্ব আরোপ করি। আমি দুই দেশের সাধারণ জনগণের ভেতর আস্থা ও বিশ্বাস বিনির্মাণের গুরুত্বের বিষয়ে জোর দেই এবং এক্ষেত্রে বাংলাদেশের সম্পর্কে নেতিবাচক প্রচারণা রোধে ভারতের সক্রিয় ভূমিকা আশা করি।

ভারতীয় গণমাধ্যমে জুলাই-আগস্ট বিপ্লব নিয়ে অপতথ্য প্রচার প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে জুলাই-আগস্ট বিপ্লব এবং বিপ্লব-পরবর্তী সংখ্যালঘুদের প্রতি কথিত বৈরী আচরণ নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার, মিথ্যা তথ্য এবং বিভ্রান্তিকর বয়ান রয়েছে, সে বিষয়ে আমরা ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করে এ বিষয়ে যথাযথ পদক্ষেপের অনুরোধ জানিয়েছি। সেই সঙ্গে আমরা জোর দিয়ে বলেছি, বাংলাদেশে বসবাসরত সব ধর্ম নির্বিশেষে স্বাধীনভাবে ধর্ম চর্চা করে আসছে এবং এ বিষয়ে কোন ধরনের বিভ্রান্তি এবং অপপ্রচারের সুযোগ নেই।

সংখ্যালঘুদের পরিস্থিতি পর্যবেক্ষণে বাংলাদেশে আসতে বিদেশি সাংবাদিকদের আহ্বান জানানো হয়েছে বলেও জানান পররাষ্ট্র সচিব।

তিনি বলেন, সেই সঙ্গে আমরা এও বলেছি, এটি আমাদের অভ্যন্তরীণ বিষয় এবং আমাদের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের মন্তব্য সমীচীন নয়। আমি এও স্মরণ করিয়ে দিয়েছি, বাংলাদেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য থেকে বিরত থাকে এবং অন্যান্য দেশেরও একই ধরনের শ্রদ্ধাবোধ আমাদের প্রতি দেখানো উচিত।

সীমান্ত হত্যা নিয়েও আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, আপনারা অবগত রয়েছেন, সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনা আমাদের অগ্রাধিকার। আমরা বিশ্বাস করি প্রতিটি জীবন মূল্যবান। এই লক্ষ্যে ভারত সরকারকে দৃশ্যমান কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে আমরা অনুরোধ করেছি। তাছাড়া, আন্তঃসীমান্ত অপরাধ, মাদক পাচারসহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম নির্মূলে ভারতের সহযোগিতাসহ সীমান্ত সংশ্লিষ্ট বিভিন্ন দীর্ঘমেয়াদি সমস্যা সমাধানে ভারত সরকারকে অনুরোধ জানাই।

পররাষ্ট্র সচিব বলেন, আজকের আলোচনায় আন্তঃনদী বিষয়সমূহ গুরুত্ব পেয়েছে। আমি তিস্তা নদীর পানি চুক্তি সম্পন্ন করার প্রয়োজনীয়তার উপর জোর দেই। গঙ্গা-পানি চুক্তির মেয়াদ ২০২৬ সালে উত্তীর্ণ হয়ে যাবে। সে পরিপ্রেক্ষিতে তা নবায়নের প্রক্রিয়া শুরু করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেই। এছাড়াও, আরো যে কয়টি আন্তঃসীমান্ত নদীর পানি বণ্টন সংক্রান্ত চুক্তি দুই পক্ষের মধ্যে আলোচনাধীন, সেসব সম্পন্ন করার জন্য বিশেষ জোর দেই। বন্যা পূর্বাভাস, উপাত্ত ও ডাটা আদান-প্রদানসহ বন্যা প্রতিরোধে ভারতের সার্বিক সহযোগিতা কামনা করি এবং এ বিষয়ে একটি উচ্চ-পর্যায়ের মেকানিজম গঠন করার বিষয়ে আলোচনা করি।

দুই দেশের বাণিজ্য প্রসঙ্গে তিনি বলেন, ভারত আমাদের অন্যতম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। ভারতের সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির জন্য বিদ্যমান ট্যারিফ, প্যারা-ট্যারিফ এর মত বাধাসমূহ দূর করার উপর আমরা গুরুত্ব আরোপ করেছি। আমরা ভারত থেকে আমাদের নিত্যপ্রয়োজনীয় পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য অনুরোধ করেছি।

পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন বলেন, আপনারা জানেন যে বর্তমানে ভারতের সঙ্গে জ্বালানি এবং বিদ্যুৎ খাতে আমাদের পারস্পরিক সহযোগিতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। আমরা ভারত থেকে বর্তমানে প্রায় ২ হাজার ৬৫৬ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছি। চলমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে এই সহযোগিতা বৃদ্ধি পেতে পারে। ভারতের মধ্য দিয়ে নেপাল ও ভুটান থেকে জলবিদ্যুৎ আনার বিষয়েও ভারতের সহযোগিতা প্রয়োজন।

‘রোহিঙ্গা প্রত্যাবাসনে ভারতের সহযোগিতা চাওয়ার কথাও জানিয়েছেন পররাষ্ট্র সচিব। পাশাপাশি বৈঠকে ভারতের ভিসা ইস্যুটিও গুরুত্ব পেয়েছে।’

পররাষ্ট্র সচিব বলেন, প্রতি বছর পর্যটন এবং চিকিৎসা উপলক্ষে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি ভারত সফর করে। তাদের ভিসাপ্রাপ্তি সহজীকরণসহ অন্যান্য কনস্যুলার ইস্যু সহজীকরণের জন্য আমরা অনুরোধ জানিয়েছি। যেসব বাংলাদেশি নাগরিক ভারতের আদালতের দেওয়া সাজা বাংলাদেশে অথবা ভারতে ভোগ করছে, তাদের সাজা মওকুফের বিষয়ে ভারতের যথাযথ বিবেচনার জন্য অনুরোধ জানানো হয়েছে। এছাড়া, ভারতে আটক বাংলাদেশের জেলেদের মুক্তির বিষয়ে আলোচনা হয়েছে।

ভারতের পররাষ্ট্র সচিব অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে একযোগে কাজ করার বিষয়ে ভারত সরকারের দৃঢ়তা তুলে ধরেছেন বলে জানান পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন।

তিনি বলেন, আপনারা জানেন ফরেন অফিস কনসালটেশন একটি ধারাবাহিক প্রক্রিয়া। আমরা ২০২৩ সালের নভেম্বর মাসে এফওসির সর্বশেষ বৈঠক নয়াদিল্লিতে করেছিলাম। এই পরিপ্রেক্ষিতে, উভয় দেশের মধ্যকার দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং বৈশ্বিক পর্যায়ে আমাদের চলমান সহযোগিতামূলক কার্যক্রমসমূহের বিষয়ে আজকের এফওসিতে করা সার্বিক আলোচনা বা পর্যালোচনা পরবর্তীতে বিষয়সমূহকে এগিয়ে নিতে বা আমাদের প্রাধিকারমূলক ইস্যুগুলোতে পারস্পরিক সদিচ্ছা ও ঐকমত্যের মাধ্যমে সমাধান করতে অবদান রাখবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন