ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর শহরের গোয়ালচামটে অবস্থিত শেখ রাসেল স্কুল এন্ড কলেজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, এবং শহীদ মিনারের ফলক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে প্রতিষ্ঠানের নিজস্ব ক্যাম্পাসে এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, পৌর মেয়র অমিতাভ বোস বিশিষ্ট চিকিৎসক ডাক্তার এম এ জলিল,, ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব নুর ইসলাম মোল্লা, ৭ ৮ ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর জুলিয়া আক্তার বুলু, বিশিষ্ট ব্যবসায়ী শাহিন চৌধুরী, সুব্রত কুমার মিত্র, সোহানুর রহমান, মোঃ ইদ্রিস খান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ শেখ ফজলুল হক।
বেলুন ও পায়রা উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এছাড়া প্রতিষ্ঠানের শহীদ মিনারের ফলক উন্মোচন করা হয়। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা , ছাত্র ছাত্রী ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।