রিপন হোসেন সাজু, মনিরামপুর (যশোর) :
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন, পিতার আদর থেকে বি ত ১০ বছরের শিশুকে সেদিন নৃশংসভাবে হত্যা করে জাতির ইতিহাসকে কলংকিত করা হয়েছে। ৭১’র ও ৭৫’র পরাজিত শত্রুরা ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে ইতিহাসের পাতা থেকে আওয়ামী লীগের চিহ্ন মুছে ফেলতে চেয়েছিল। কিন্তু খুনিরা ইতিহাস থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে।
মঙ্গলবার উপজেলা প্রশাসন আয়োজিত শেখ রাসেল দিবস উপলক্ষ্যে গোপালপুর স্কুল কলেজে অনুষ্ঠিত আলোচনা ও পুরস্কার বিতরনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি মহিলা পরিষদের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য্য’র সভাপতিত্বে প্রধান অতিথি আরও বলেন, এদেশের মানুষের মুক্তির জন্য বঙ্গবন্ধু জীবন যৌবনের অধিকাংশ সময় জেল খানায় কাটিয়েছেন। এ কারনে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল পিতার আদর থেকে বহ্ছিত হয়েছেন। জেলখানায় বাবাকে দেখতে গিয়ে শেখ রাসেল জেলখানাকে মনে করতো বাবার বাড়ি। প্রধান শিক্ষক রেজাউল ইসলামের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আলী হাসান, জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য গৌতম চক্রবর্তী, তাসরিন সুলতানা শোভা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ চন্দ্র সরকার, ওসি শেখ মনিরুজ্জামান, সমবায় কর্মকর্তা তারিকুল ইসলাম প্রমূখ। এর আগে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। এসময় একটি বর্ণাঢ্য র্যালী পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।