খেলাধূলা ডেস্ক :
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আগুনে ফর্মে রয়েছেন গুজরাট টাইটান্সের তরুণ ওপেনার শুভমান গিল। সবশেষ ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে মাত্র চার রানের জন্য জীবনের প্রথম টি-২০ সেঞ্চুরি হাতছাড়া করেন তিনি। গিলের ব্যাটিংয়ে ফের একবার মোহিত ভারতের ক্রিকেট দলের সাবেক কোচ রবি শাস্ত্রী।
লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে প্রথম ম্যাচে শূন্য রানে আউট হলেও তিন ম্যাচ শেষে ভারতীয় ওপেনারের নামের পাশে রয়েছে ১৮০ রান। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আগের ম্যাচে শুভমান ৪৬ বলে ৮৪ রান করেছিলেন। ৬টি চার ও ৪টি ছয়ের সাহায্যে। সেই ম্যাচে ৩২ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন, সবশেষ ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে করেন তার চেয়ে ৩ বল কম খেলেই। শুধু তাই নয়, গিল খুবই কম ডট বল খেলে স্ট্রাইক রোটেট করে গেছেন।
শাস্ত্রী ভারতীয় দলের কোচ থাকাকালীন ২০২০-২১ অস্ট্রেলিয়া সফরে গিলের আন্তর্জাতিক অভিষেক হয়। আইপিএলের এবারের আসরে গিলের প্রশংসায় পঞ্চমুখ তার সাবেক হেড স্যার। শুভমানের ফর্ম গুজরাটের প্লে-অফে ওঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে বলে মনে করেন রবি শাস্ত্রী। এমনকি গিলের মধ্যে ব্যাটিং মায়েস্ত্রো বিরাট কোহলির ছায়াও দেখছেন তিনি।
এক স্পোর্টস ওয়েবসাইটে শাস্ত্রী বলেন, গিল আবারও দারুণ ব্যাট করল। যেভাবে বল টাইমিং করছিল, ওর ব্যাকফুটের কিছু শট, প্লেসমেন্ট, পাওয়ার, স্কয়ারের ওপর দিয়ে খেলা অনেক বাকিদের থেকে আলাদা করে। সে বিশ্বের অন্যতম সেরা তরুণ ক্রিকেটার।
তিনি আরও বলেন, পরপর দুই ইনিংসে গিল দারুণ স্ট্রাইক করেছে। দলের ওপেনার ফর্মে থাকলে এবং ধারাবাহিকভাবে রান পেলে সেই দলের পয়েন্ট তালিকার ওপরে থাকা এবং প্লে-অফে যাওয়া সহজ হয়ে যায়। গিল গুজরাটকে প্লে-অফে নিয়ে যাবে। ও খুব কম ডট বল খেলেছে। স্ট্রাইক রোটেট করেছে খুব সুন্দর। খারাপ বল থেকে নিজেকে দূরে রাখতে জানে।
শাস্ত্রীর কথায়, ‘গিল যে পাওয়ারফুল ব্যাটিং করছে, তা দেখে মনে হচ্ছে ব্যাটিং করা কত সহজ। এসব দেখে আমার সেরা সময়ের বিরাট কোহলির কথা মনে পড়ে যাচ্ছে।’ গিল মুম্বাইয়ের উইকেটের সঙ্গেও পরিচিত, প্রাইম ফর্মে রয়েছে। তাই চলতি আইপিএলে ৬০০-৭০০ রানও অসম্ভব নয়। সেরা ছন্দে থাকা গিলের খেলা দেখলে টিকিট কাটার পয়সা উশুল হয়ে যায় বলেও মন্তব্য ভারতীয় সাবেক কোচের।
এর আগেও শাস্ত্রী বলেছিলেন, গিল তার চোখে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান।