হোম অন্যান্যস্বাস্থ্য করোনাকালীন সময়ে শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছেন ‘কর্ণ বিশ্বাস কেডি ‘

সংকল্প ডেস্ক :

দেশে করোনা ভাইরাসের সংক্রমণ শুরুর পরই বন্ধ হয়ে যায় স্কুল প্রায় দেড়বছরের বেশি সময় ধরে শিশুরা গৃহবন্দী। ঘরের চার দেওয়ালের মধ্যেই কাটছে তাদের দিন-রাত।বইয়ের সঙ্গে সম্পর্ক নেই বললেই চলে৷ লেখাপড়ায় মনোযোগ নেই আগের মতো৷ পুরো সময় কাটছে টিভি দেখে আর স্মার্ট ডিভাইসে ৷

শিশুদেরকে পড়াশোনা মনোযোগী করার জন্য সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার করোনাকালীন সময় বিভিন্ন গ্রামে গ্রামে শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে ব্যাতিক্রমী উদ্যোগ।করোনায় স্কুল বন্ধ থাকায় বাড়ি বাড়ি গিয়ে শিশুদের গল্পে গল্পে পাঠদান দিচ্ছেন সাতক্ষীরা দিবা নৈশ কলেজের অনার্স ( মার্কেটিং) ২য় বর্ষে ছাত্র কর্ণ বিশ্বাস কেডি।

সাতক্ষীরা দিবা নৈশ কলেজের এই ছাত্র “মুক্ত পাঠশালা “নামে একটি শিক্ষাদান কেন্দ্র চালু করেন, যেখানে শিক্ষার সুযোগ পাচ্ছে গ্রামের শিশুরা। ক্লাসের কোনো নিদিষ্ট কক্ষ নেই। প্রতি শুক্রবার সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত মুক্ত আকাশের নিচে ক্লাস নেওয়া হয়। করোনা, সামাজিক ও মানবিকতাবোধের জায়গা থেকে পাঠশালাটি পরিচালনা করেন ” মুক্ত পাঠশালার পরিচালক কর্ণ বিশ্বাস কেডি।

তিনি বলেন ‘এখনকার শিশুরা বেশ সেনসেটিভ৷ তাদের খুব একটা বিরক্ত না করাই ভালো৷ আবার তাদের লেখাপড়ার মধ্যেও রাখতে হবে৷ টিভি দেখা বা ঘরের মধ্যে অন্য ধরনের খেলাধুলার (লুডু, দাবা, ক্যারাম) ব্যবস্থা করতে হবে৷ বাবা-মা সন্তান মিলে খেলতে হবে৷ এখন আপনি যদি নিজেই সারা দিন মোবাইল নিয়ে পড়ে থাকেন, তাহলে তো আপনার সন্তানও তাই করবে! সন্তানকে সময় দেওয়ার এটা কিন্তু একটা ভালো সুযোগ৷ পাশাপাশি যে ধর্মের মানুষ আপনি, সেখানে সন্তানকে নিয়ে ধর্ম পালন করতে পারেন৷ মোট কথা স্কুল বন্ধ থাকলেও নির্দিষ্ট সময়ে ঘুম থেকে উঠাসহ তাদের একটা রুটিনের মধ্যে নিয়ে আনতে হবে৷’’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন