হোম অন্যান্যসারাদেশ শিশু পাচার প্রতিরোধ ও সুরক্ষায় সাতক্ষীরায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

শিশু পাচার প্রতিরোধ ও সুরক্ষায় সাতক্ষীরায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

কর্তৃক
০ মন্তব্য 290 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

শিশু পাচার প্রতিরোধ ও সুরক্ষায় পাচার প্রতিরোধ কমিটির কর্ম পরিধির সুযোগ ও চ্যালেঞ্জ বিষয়ে সাতক্ষীরা জেলা পর্যায়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইনসিডিন বাংলাদেশের আয়োজনে শনিবার বেলা ১১ টায় সদর উপজেলা ডিজিটাল কর্ণারে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য মাহফুজা রুবি।

ইনসিডিন বংলাদেশের প্রতিনিধি সাকিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ইসালামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক রফিকুল ইসলাম, জেলা সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক রোকনুজ্জামান, জেলা জনশক্তি জরিপ অফিসার আব্দুল মজিদ, নির্যাতিত নারীদের পক্ষের আইনজীবি আসাদুজ্জামান দিলু, প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি প্রমুখ।

বক্তারা বলেন, শিশু পাচার প্রতিরোধে সরকারের দপ্তর সমুহের কাজের সমন্বয়, মামলার দ্রæত নিষ্পত্তি এবং মামলার ভিকটিম ও স্বাক্ষীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। একই সাথে বক্তারা সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্ত এলাকাকে বিশেষ জোন হিসেবে ঘোষনার দাবী জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন