হোম জাতীয় শিক্ষার্থীর শ্লীলতাহানি, শিক্ষক বরখাস্ত

জাতীয় ডেস্ক :

যশোরের অভয়নগরে শিক্ষার্থীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার (১৭ অক্টোবর) সকালে বিদ্যালয় পরিচালনা পর্ষদের জরুরি সভায় ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

অভিযুক্ত শিক্ষকের নাম এম এম আজিজুর রহমান। তিনি উপজেলার বর্ণী বিছালী মাধ্যমিক বিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, রোববার (১৬ অক্টোবর) দুপুরে বিরতির সময় ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী শ্রেণিকক্ষে একা বসে ছিল। এ সময় শিক্ষক আজিজুর রহমান তার শ্লীলতাহানি করেন। ওই শিক্ষার্থী বাড়ি গিয়ে তার মা-বাবার কাছে গিয়ে বিষয়টি জানায়। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা সোমবার সকালে আজিজুর রহমানের বিরুদ্ধে প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ করেন। এরপর সকাল ১০টায় বিদ্যালয় পরিচালনা পর্ষদের এক জরুরি সভা আহ্বান করা হয়। সভায় শিক্ষক এম এম আজিজুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়।

এদিকে, ঘটনা তদন্তে বিদ্যালয়ের অভিভাবক সদস্য আশীষ বিশ্বাসকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

অন্যদিকে, বিদ্যালয় পরিচালনা পর্ষদের জরুরি সভা চলাকালে ৭০ থেকে ৮০ জন্য অভিভাবক বিদ্যালয়ে হাজির হন। এ সময় ওই শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ করেন তারা।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ বিল্লাল হোসেন বলেন, ‘সহকারী শিক্ষক আজিজুর রহমান এক শিক্ষার্থীকে শ্লীলতাহানি করেছেন মর্মে একজন অভিভাবক লিখিত অভিযোগ দিয়েছেন। ওই অভিযোগের ভিত্তিতে বিদ্যালয় পরিচালনা পর্ষদের জরুরি সভায় ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি তপন কুমার বিশ্বাস জানান, ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শামীম হাসান জানান, এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন