হোম জাতীয় শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা ও সংহতি প্রকাশ সঙ্গীত শিল্পীদের

শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা ও সংহতি প্রকাশ সঙ্গীত শিল্পীদের

কর্তৃক Editor
০ মন্তব্য 35 ভিউজ

জাতীয় ডেস্ক:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে যখন সারাদেশ উত্তাল, তখন তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করছেন নানা শ্রেণি-পেশার মানুষ। এবার দেশের সঙ্গীত শিল্পীরাও চলমান এই পরিস্থিতিতে একাত্মতা প্রকাশ করলেন। শনিবার (৩ আগস্ট) দুপুরে রাজধানীর রবীন্দ্র সরোবরে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করতে নামেন তারা।

বিকেল ৩টার দিকে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ‘গেট আপ, স্ট্যান্ড আপ’ স্লোগানকে সামনে রেখে জড়ো হন তারা। এ সময় সকলেই আলোচিত তরুণ র‍্যাপার হান্নানকে গ্রেফতারের নিন্দা জানান।

সমাবেশে উপস্থিত ছিলেন ব্যান্ড তারকা পার্থ বড়ুয়া, হামিন আহমেদ, মাকসুদুল হক, শেখ মনিরুল আলম টিপু, সুরকার প্রিন্স মাহমুদসহ দেশের সংগীত অঙ্গনের জনপ্রিয় অনেক তারকা। সমাবেশ শেষে শহীদ মিনারের দিকে মিছিল নিয়ে এগিয়ে যান তারা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন