অনলাইন ডেস্ক:
চুয়াডাঙ্গায় শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় অভিযুক্ত ছাত্র আদালতে আত্নসমর্পণ করলে বিচারক জামিন নামঞ্জুর করে যশোর শিশু সংশোধনাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুসরাত জেরীন এ আদেশ দেন।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফিজুর রহমানকে দশম শ্রেণির এক ছাত্র দুই গালে থাপ্পড় মারে। এ ঘটনায় প্রধান শিক্ষক সেখ সফিয়ার রহমান বাদী হয়ে ছাত্র শফিউল আলম শীর্ষর নামে মামলা দায়ের করেন।
এ ঘটনায় শীর্ষ মঙ্গলবার দুপুরে জামিন আবেদন করে আদালতে আত্নসমর্পণ করেন। বিচারক উভয় পক্ষের শুনানি শেষে সরকারি কর্মচারীকে তার কর্তব্য পালনে বাধা প্রদানের দায়ে দণ্ডবিধির ৩৫৩ ধারায় অপরাধ করায় জামিন নামঞ্জুর করেন। তাকে যশোর শিশু সংশোধনাগারে পাঠানোর আদেশ দেন।
মঙ্গলবার বিকালে তাকে আইনগত প্রক্রিয়া শেষ করার জন্য চুয়াডাঙ্গা জেলা কারাগারে নেওয়া হয়। সন্ধ্যায় পুলিশ প্রহরায় তাকে যশোরে নেয়া হবে।