রাজনীতি ডেস্ক:
রাজশাহীতে কলেজ শিক্ষককে হুমকি দিয়ে গালিগালাজ করার ভিডিও ধারণ করায় দুই সাংবাদিককে পিটিয়ে গুরুতর আহত করেছে ছাত্রলীগ।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুর ৩ টার দিকে রাজশাহী কলেজের গণিত বিভাগের ভেতরে এ ঘটনা ঘটে।
আহত দুই সাংবাদিককে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
আহত দুজন হলেন- রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জার্নালের জেলা প্রতিনিধি আবু সাইদ রনি এবং রিপোর্টার্স ইউনিটির সদস্য ও রাজশাহী পোস্টের স্টাফ রিপোর্টার আবদুল আলীম।
রনিকে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আর আলীমকে ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে৷
প্রত্যক্ষদর্শীরা জানান, অকৃতকার্য পরীক্ষার্থীদের কেনো পরীক্ষা দিতে দেয়া হবে না- এ নিয়ে বৃহস্পতিবার দুপুরে রাজশাহী কলেজের গণিত বিভাগে কলেজ ছাত্রলীগ সেক্রেটারির নেতৃত্বে একটি গ্রুপ শিক্ষকদের সঙ্গে তর্কবিতর্ক শুরু করে৷ এ সময় দায়িত্বরত শিক্ষকের ওপর ছাত্রলীগ নেতাকর্মীরা মারমুখী হয়। খবর পেয়ে কলেজ অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল খালেকসহ শিক্ষক পরিষদের নেতারা ঘটনাস্থলে যান। এসময় আহত দুই সাংবাদিকও সেখানে উপস্থিত হন। একপর্যায়ে ছাত্রলীগের নেতারা উপস্থিত শিক্ষকদের ওপর চড়াও হলে দুই সাংবাদিক ঘটনার ভিডিও ধারণের জন্য ফোন বের করে। এতে ক্ষিপ্ত হয়ে দুই সাংবাদিককে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে তারা৷ বাধা দিতে আসলে কলেজ অধ্যক্ষসহ অন্য শিক্ষকদেরও লাঞ্ছিত করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় গণিত বিভাগে ভাঙচুর এবং আহত দুই সাংবাদিকদের ফোনসহ মানিব্যাগও ছিনতাই করে নিয়ে যায় তারা৷
আহত সাংবাদিক আবু সাইদ রনি বলেন, ‘কোন কিছু বোঝার আগেই তারা কিল-ঘুষি মারতে থাকে। জাফরের নেতৃত্বে হামলা করা হয়। এক পর্যায়ে শিক্ষকরা বাঁচাতে আসলে তাদেরকেও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এরমধ্যেই জ্ঞান হারিয়ে ফেলি।’
নামপ্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, দিন দিন রাজশাহী কলেজের ছাত্রলীগ বেপেরোয়া হয়ে উঠছে। তাদের কর্মকাণ্ডে শিক্ষার্থীরা এমনকি শিক্ষকরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ অভিযোগের ব্যাপারে রাজশাহী কলেজ শাখার সভাপতি রাসিক দত্ত বলেন, বিষয়টি তেমন কিছু না, ছোট ঘটনা। বড় করে প্রচার করা হয়েছে।