ইবি প্রতিনিধি:
আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক সমিতির নির্বাচন-২০২৩ বর্জন করেছে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ‘জিয়া পরিষদ’।
গতকাল শনিবার (৯ ডিসেম্বর) রাতে সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. রুহুল আমীন ভুঁইয়া ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আব্দুস সামাদ সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে নির্বাচন বর্জনের বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জিয়া পরিষদের সাধারণ সভায় দেশের বিরাজমান পরিস্থিতির প্রতিবাদ ও কেন্দ্রীয় জিয়া পরিষদের পরামর্শের আলোকে আসন্ন ইবি শিক্ষক সমিতি নির্বাচনে অংশগ্রহণ না করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বর্তমান দেশের ক্রান্তিকালে সংগঠনটির সকল সদস্যকে এই নির্বাচন বর্জন করতে বলা হয়েছে।
এদিকে, আজ রোববার (১০ ডিসেম্বর) দুপুর দেড়টায় মনোনয়নপত্র সংগ্রহের শেষ সময় হলেও সংগঠনটির কোনো সদস্য মনোনয়নপত্র সংগ্রহ করেননি বলে নিশ্চিত করে নির্বাচনের রিটার্নিং অফিসার অধ্যাপক মিজানুর রহমান বলেন।
তিনি বলেন, ‘আজকে অনেক শিক্ষকরা নমিনেশন ফর্ম সংগ্রহ করেছেন। তবে জিয়া পরিষদের কেউ মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে আসেননি। শিক্ষক সমিতি একটি অরাজনৈতিক সংগঠন। জিয়া পরিষদের নির্বাচন বর্জনের এ সিদ্ধান্ত শিক্ষক সমিতির নির্বাচনকে প্রভাবিত করার কোনও সুযোগ নেই। কার্যক্রম স্বাভাবিক থাকবে।
জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ রুহুল আমীন ভূঁইয়া বলেন, আমাদের সাধারণ সভায় নেওয়া সিদ্ধান্তে আমরা অনড় রয়েছি। দেশের বর্তমান পরিস্থিতির প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজন হলে পুনরায় সাধারণ সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।
নির্বাচনে অংশগ্রহণ না করার বিষয়ে বিএনপিপন্থী সাদা দল ও অন্যান্য সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) এর সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন বলেন, ‘আমাদের তো নির্বাচন করার প্রশ্নই আসে না। আজ বিকেলে এ বিষয়ে আমরা সিদ্ধান্ত জানাবো।’
প্রসঙ্গত, গত ৫ ডিসেম্বর নির্বাচনের রিটার্নিং অফিসার অধ্যাপক মিজানুর রহমান সাক্ষরিত বিজ্ঞপ্তিতে ইবি শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৩ এর তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী আজ বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত মনোনয়ন পত্র বিতরণ করা হয়। মনোনয়নপত্র জমা নেয়া হবে ১২ ডিসেম্বর বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত। ওইদিন দুপুর দেড়টায় নির্বাচন কমিশনের অস্থায়ী কার্যালয়ে (অনুষদ ভবনের ১২৯ নম্বর কক্ষ) মনোনয়নপত্র বাছাই ও প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। সর্বশেষ ১৯ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের ৪২৭ নম্বর কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।