হোম অর্থ ও বাণিজ্য শাহজালালে বিদেশি মুদ্রা পাচারকালে আটক ১

বাণিজ্য ডেস্ক :

শাহজালাল বিমানবন্দরের ৩৫ লাখ টাকা মূল্যের বিদেশি মুদ্রাসহ একজনকে আটক করা হয়েছে।

রোববার (৫ জুন) রাতে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন দেশের মুদ্রাসহ মো. ইয়াছিন মিয়া নামে এক যাত্রীকে আটক করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

উদ্ধার করা বৈদেশিক মুদ্রার মধ্যে গ্রেট ব্রিটেনের এক হাজার ৬৫০ পাউন্ড, বাহরাইনের ২ হাজার দিনার, যুক্তরাষ্ট্রের ৪০০ মার্কিন ডলার, ওমানের ৬ হাজার ৩০০ রিয়াল, সৌদি আরবের ৪০ হাজার রিয়াল, কুয়েতের ১০০ ‍দিনার, এমিরেটসের ৩ হাজার ৩৭৫ দিরহাম এবং বাংলাদেশি ৫৯ হাজার ৬৪০ টাকা রয়েছে। এসব অর্থের মূল্য বাংলাদেশি মুদ্রায় ৩৪ লাখ ৯৮ হাজার ২ টাকা।

কাস্টমস গোয়েন্দা সূত্র জানিয়েছে, ঢাকা থেকে সারজাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট নং বিজি ৩৫১ এ করে একজন যাত্রী বিপুল সংখ্যক বৈদেশিক মুদ্রা পাচার করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের একটি দল আন্তর্জাতিক বহির্গমন লাউঞ্জের ৫নং গেটে অবস্থান নেয়। রাত ৯টার সময় সন্দেহভাজন যাত্রী ইমিগ্রেশন সম্পন্ন করে বিমানে ওঠার প্রস্তুতি নিলে কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা ৫নং বোর্ডিং ব্রিজের সামনে থেকে অভিযুক্ত ইয়াছিন মিয়াকে বিপুল সংখ্যক বৈদেশিক মুদ্রাসহ আটক করে।

অভিযানের নেতৃত্বদানকারী কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উপ-পরিচালক আহমেদুর রেজা চৌধুরী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত যাত্রী নিয়মিত বৈদেশিক মুদ্রা পাচারের বিষয়টি স্বীকার করেন।

জিজ্ঞাসাবাদে জানা গেছে, মো. ইয়াছিন মিয়া লালবাগের বাসিন্দা। তিনি মাসে ৪ থেকে ৫ বার দুবাই-বাংলাদেশে যাতায়াত করেন। তার সঙ্গে ইউনাইটেড আরব আমিরাতের রেসিডেন্ট আইডেন্টিটি কার্ড পাওয়া গেছে।

এ ব্যাপারে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন