হোম অন্যান্যসারাদেশ শাসক নয় আপনাদের সেবক হয়ে থাকতে চাই -কালীগঞ্জে শুভেচ্ছা বিনিময়ে নবনির্বাচিত সংসদ সদস্য এস, এম আতাউল হক দোলন

শাসক নয় আপনাদের সেবক হয়ে থাকতে চাই -কালীগঞ্জে শুভেচ্ছা বিনিময়ে নবনির্বাচিত সংসদ সদস্য এস, এম আতাউল হক দোলন

কর্তৃক Editor
০ মন্তব্য 128 ভিউজ

হাফিজুর রহমান, কালিগঞ্জ (সাতক্ষীরা):

আমি শাসক নয়, অবহেলিত কালীগঞ্জ বাসীর কাছে সেবক হয়ে থাকতে চাই। অবহেলিত কালীগঞ্জ উপজেলার ৮ টি ইউনিয়নকে প্রাধান্য দিয়ে আপনাদের মাঝে অবশিষ্ট উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়ে তা সম্পূর্ণ করতে চাই। আপনারা আমাকে ভোট দিয়ে সংসদ সদস্য বানিয়েছেন, তাই আমার দরজা আপনাদের কাছে সব সময় খোলা। অতীতের যেভাবে আপনারা ভালোবেসে ভোট দিয়ে যে সম্মান দিয়েছেন আমি আপনাদের সেই মর্যাদা রক্ষা করতে চাই। আপনাদের কাছে অতীতের মত আমি দোলন ভাই হিসেবে থাকতে চাই। ছেলে সন্তানের মত আপনাদের বুকে ধারণ করতে চাই। ভোটের সময় আমার দলীয় নেতাকর্মী ছাড়া সর্বস্তরের জনগণ ঠক প্রতারক টাকা চোরকে বিতাড়িত করে আমাকে ভোট দিয়ে ভালোবেসে নির্বাচিত করে মর্যাদার আসনে বসিয়েছেন। আমি আপনাদের মর্যাদা রক্ষা করতে চাই। আমি জানি কালিগঞ্জ বাসির মনে অনেক পাওয়া না পাওয়ার নিয়ে ক্ষোভ জমে আছে। আমি আপনাদের সামনে নির্বাচনের আগে এই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দাঁড়িয়ে ওয়াদা করেছিলাম আমি সেই ওয়াদা গুলো পূরণ করতে চাই। আশা করি আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের পাশে থেকে কাজ করতে পারি। আমার রাজনীতির দর্শন জেলা আওয়ামী লীগের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মনসুর আহমেদকে স্মরণ করতে চাই তার স্বপ্ন যেন বাস্তবায়ন করতে পারি। পরিশেষে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এবং তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে উন্নয়নের মহাসড়কে নিতে চাই।

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে (১৫ জানুয়ারি) সোমবার বিকাল ৪ ঘটিকার সময় কাক শিয়ালী সেতু সংলগ্ন বঙ্গবন্ধুর মুরাল পাদদেশে সদ্য নির্বাচিত সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

উক্ত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরিম আলি মুন্সির সভাপতিতে এবং সাধারণ সম্পাদক ও তারালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হোসেন ছোটোর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপুটি কমান্ডার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম,জেলা আওয়ামী লীগেরসদস্যএডভোকেট মোজাহার হোসেন কান্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আহসান প্রমূখ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, কালিগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান যামু, উপজেলা শ্রমিক লীগের সভাপতি শাহজালাল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সজল মুখার্জি, কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গাজী শওকত হোসেন ছাড়াও কালিগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নের আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রথমে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথি নবনির্বাচিত সংসদ সদস্য আতাউল হক দোলনকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয।সদ্য নির্বাচিত সংসদ সদস্য এস এ আতাউল হক দোলন শপথ নিয়ে তার নির্বাচনী এলাকায় ফেরার পথে কালিগঞ্জে পৌঁছে সর্বপ্রথম বঙ্গবন্ধুর মুরালেদলীয় নেতাকর্মীদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন