বেনাপোল প্রতিনিধি :
যশোরের শার্শায় মাদকসহ বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত পালাতক ১২ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার(০৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে পৃথক অভিযানে শার্শা বিভিন্ন এলাকা থেকে পুলিশ তাদের আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন, শার্শার যাপদপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে আক্তারুজ্জামান তুহিন(৩২), ইউছুপ আলীর ছেলে সিরাজুল ইসলাম(৫৪), রমজান গোল্দারের ছেলে রাজু(৪২), নিজামপুর গ্রামের ইউনুচ আলীর ছেল শিপন হোসেন (৩২), আমলাই গ্রামের আব্দুল হামিদের ছেলে ইউনুচ আলী (৫৪), পাকশিয়া গ্রামের আসাদ আলীর ছেলে মোংলা(৩৬), ফজলুল হকের ছেলে ইকবাল আহম্মেদ(৩৭), বাগুড়ি গ্রামের আশরাফ আলীর ছেলে রেজা আল-নোমান (৩৭), আজিজুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম (২০), কাজিরবেড় গ্রামের কাবিল হোসেনের ছেলে শাহিন হোসেন (৩০), উলাশী গ্রামের নজরুল ইসলামের ছেলে মফিজুর রহমান (৩৬) ও মহিশা গ্রামের আব্দুল লতিবের ছেলে মাসুম বিল্লাহ।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম জানান মাদকসহ বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত আসামীরা গোঁপনে এলাকায় ফিরে অবস্থান করছে। তাদের গ্রেফতার করে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।
