হোম অন্যান্যসারাদেশ শার্শায় সদ্য নবজাতক শিশু উদ্ধার

শার্শায় সদ্য নবজাতক শিশু উদ্ধার

কর্তৃক
০ মন্তব্য 144 ভিউজ

মিলন হোসেন বেনাপোল :
যশোরের শার্শার বাগঁআচড়ায় একদিনের সদ্য নবজাতক এক শিশুকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে বাগঁআচড়া পল্লীবিদুৎ অফিসের সামনে রাজ্জাক কলুর মিলের পাশ থেকে উদ্ধার করা হয়। সদ্য নবজাতক বাচ্চাটি কন্যা সন্তান।

সুত্র মতে জানা যায়,বুধবার রাতে কে বা কারা নবজাতক টি ফেলে দিয়ে যায়।সকালে রাস্তার পাশে চায়ের দোকানদার দেখতে পায় সদ্য নবজাতক একটি শিশু কাপড়ে মোড়ানো অবস্থায় ছটফট করছে। শিশুটিকে জীবিত উদ্ধার করে পুলিশ কে খবর দেয়।

ঘটনাস্থলে পুলিশ যেয়ে বাচ্চাটি নিরাপদ পরিচর্যা করার জন্য চায়ের দোকানদার বাবুল কে লিখিত নিয়ে তার কাছে হস্থান্তর করা হয়। এ ঘটনা মুহুর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক এলাকাবাসী শিশুটিকে একনজর দেখার জন্য ছুটে আসেন।

জানতে চাইলে বাগঁআচড়া ইউনিয়নের সাতমাইল ইউপি সদস্য আবু তালেব জানান,খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি এবং নবজাতক শিশুটির বিষয় খোঁজ খবর নিয়েছি তার জন্মদাত্রীর সন্ধান পায় নাই।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন