হোম অন্যান্যসারাদেশ সুপার সাইক্লোন “আম্পান” এর কারণে পিরোজপুর জেলায় ৩ জনের মৃত্যু

সুপার সাইক্লোন “আম্পান” এর কারণে পিরোজপুর জেলায় ৩ জনের মৃত্যু

কর্তৃক
০ মন্তব্য 91 ভিউজ

পিরোজপুর প্রতিনিধি : সুপার সাইক্লোন “আম্পান” এর কারণে পিরোজপুর জেলায় ৩ জনের মৃত্যু হয়েছে। ঘূর্ণিঝড় আম্পান শুরুর পরে জেলার মঠবাড়িয়া উপজেলায় দুই জন এবং ইন্দুরকানী উপজেলায় একজন মারা গেছে বলে বৃহস্পতিবার (২১ মে) সকালে জানান জেলা দুর্যোগ ও ব্যবস্থাপনা কর্মকর্তা মো. মোজাহারুল ইসলাম।
নিহতরা হলো মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নের গিলাবাদ গ্রামের মৃত মজিদ মোল্লার ছেলে শাহজাহান মোল্লা (৫৫) বুধবার সন্ধ্যার পরে কলেজের পিছনে বাসায় যাওয়ার পথে দেয়াল ভেঙে তার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাকে মৃত্যু ঘোষণা করেন। অপরদিকে মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ধুপতি গ্রামে মৃত মুজাহার বেপারীর স্ত্রী গোলেনুর বেগম (৭০) নামের এক বৃদ্ধা ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে বুধবার সন্ধ্যায় নিজের ঝুঁকিপূর্ণ ঘর থেকে পাশের ঘরে যাওয়ার পথে বাতাসের তীব্রতায় পা পিছলে পড়ে ঘটনাস্থলে মারা যান এবং ইন্দুরকানী উপজেলার উমিদপুর এলাকার মৃত মতিউর রহমানের পুত্র শাহ আলম (৫০) রাতে বাড়িতে পানি প্রবেশ করলে ঘরেই আতঙ্কীত হয়ে সে ঘরের ভিতরে মারা যায়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন