হোম অন্যান্যসারাদেশ শার্শায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা

শার্শায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা

কর্তৃক
০ মন্তব্য 75 ভিউজ

মিলন হোসেন বেনাপোল :
শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নে অবস্থিত ইকোপার্কের ভিতর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার সময় খিদির আলী নামের এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে শার্শা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) রাসনা শারমিন মিথি এ জরিমানা করেন।

ভ্রাম্যমান আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) রাসনা শারমিন মিথি বলেন গোপন সংবাদে জানতে পারি নিজামপুর এলাকায় ইকো পার্কের ভিতর থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করছে।পরে সরেজমিনে গিয়ে সেখানে অভিযান চালিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় খিদির আলীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে মিডিয়া কর্মিদের জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন