হোম অন্যান্যসারাদেশ শার্শা  সীমান্তে ভারতীয় গাজা সহ আটক ১।

শার্শা  সীমান্তে ভারতীয় গাজা সহ আটক ১।

কর্তৃক
০ মন্তব্য 89 ভিউজ

মিলন হোসেন, বেনাপোল:

যশোরের শার্শা টেংরালী সীমান্ত থেকে ২ কেজি গাঁজা সহ শফিকুল ইসলাম (২১)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।আজ মঙ্গলবার ভোরে তাকে আটক করা হয়।

যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি কাশিপুর ক্যাম্পের অধিনে টেংরাইল পোষ্ট  কমান্ডার হাবিলদার  মোঃইউনুছ জানান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শফিকুল ইসলাম ভারত থেকে গাঁজা এনে টেংরাইল মেহগনি বাগানের ভিতর অবস্থান করছে।
এমন সংবাদে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ২কেজি গাজা  মোঃশফিকুল ইসঃ,(২১) পিতা দীন মোহাম্মদ, গ্রাম টেংরাইল, পোঃ পাকশিয়া থানা শার্শা জেলা যশোর তাকে হাতেনাতে আটক করা হয়।তার বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন