হোম অন্যান্যসারাদেশ শার্শা লক্ষনপুর ২ দিন ব্যাপী ইসলামী জলসা মাহফিল অনুষ্ঠিত।

মিলন হোসেন বেনাপোল :

যশোরের শার্শা লক্ষনপুর ইউনিয়নে রহিমপুর মাদ্রাসা প্রাঙ্গণে ২ দিন ব্যাপী ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার দিনের বেলা এ জলসার আয়োজন করা হয়।

লক্ষনপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা(চাতাল মোস্তফার)সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি শার্শা ১ আসনের এমপি শেখ আফিল উদ্দিন, উক্ত মাহফিলে প্রধান বক্তা ছিলেন হযরত মাওলানা গোলাম রববানী যুক্তিবাদী,মাওলানা মাহমুদুর হাসান যুক্তিবাদী, মাওলানা আব্দুস সালাম বিন ইউসুফ। মাহফিলে আয়োজন করেন ইসলামী জলসা ইন্তেজামিয়া কমিটি রহিমপুর। মাহফিল টি বৃহস্পতিবার বিকাল ৫টায় শেষ করা হয়।

s

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন