হোম ফিচার শাবিপ্রবিতে ছাত্রীদের আন্দোলনে ছাত্রলীগের হামলা

শিক্ষা ডেস্ক :

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।

শনিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা থেকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শতাধিক ছাত্রী। তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে কিছু ছাত্রও অংশ নেয়। অবরোধের ফলে রাস্তার উভয়দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালে একটি অ্যাম্বুলেন্স যেতে চাইলে আন্দোলনরত শিক্ষার্থীরা বাধা দেয়। এ সময় ছাত্রলীগ কর্মীরা অ্যাম্বুলেন্সটি পার করে দিতে চাইলে শিক্ষার্থীদের সঙ্গে বাগবিতণ্ডার ঘটনা ঘটে। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে আন্দোলনে অংশ নেওয়া ৫ থেকে ৬ জন ছাত্রকে মারধর করার অভিযোগ ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।

আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, সন্ধ্যায় গোলচত্বরে তারা শান্তিপূর্ণভাবে অবস্থান নেন। এ সময় ছাত্রলীগের ৩০ থেকে ৪০ জন নেতাকর্মী এসে গোলচত্বর এলাকায় অবস্থান নেয়। তারা ছাত্রীদের হলে ফিরে যাওয়ার জন্য হুমকি দিতে থাকে। এ সময় ছাত্রলীগ নেতাকর্মীরা আন্দোলনকারীদের উপর হামলা করে। এতে ৫/৬ জন আহত হয়েছেন বলে দাবি আন্দোলনরত শিক্ষার্থীদের।

পরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক জহীর উদ্দীন আহমেদ ও প্রক্টর সহযোগী অধ্যাপক ড. আলমগীর কবিরের হস্তক্ষেপে ছাত্রলীগের নেতাকর্মীরা সরে যায় বলে জানা গেছে।

এ ঘটনার পরেও শিক্ষার্থীরা ফের সংঘটিত হয়ে বিক্ষোভ শুরু করেন।

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতারা।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক ছাত্রলীগ নেতা বলেন, ঘটনার সময় ছাত্রলীগের কেউ ছিল না। আমরা শুনেছি অ্যাম্বুলেন্স যেতে না দেওয়ায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ঝামেলা হয়েছে। চিৎকার চেঁচামেচি শুনে আমাদের নেতাকর্মীরা গিয়ে পরিস্থিতি শান্ত করে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন