হোম রাজনীতি শাবিপ্রবি ক্যাম্পাস ছেড়েছেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদক

শাবিপ্রবি ক্যাম্পাস ছেড়েছেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদক

কর্তৃক Editor
০ মন্তব্য 49 ভিউজ

রাজনীতি ডেস্ক:

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমান ও সাধারণ-সম্পাদক সজীবুর রহমানসহ কমিটির সবাই আবাসিক হল ছেড়েছেন।

বুধবার (১৭ জুলাই) দুপুর ২টা ২০মিনিটে শাহপরাণ হল থেকে বের হয়ে সাদা মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১২-৩১১৭) যোগে ক্যাম্পাসে পেছনের টিলারগাঁও এলাকা দিয়ে ক্যাম্পাস ছাড়েন সভাপতি ও সাধারণ-সম্পাদক।

দুপুর ১ টার দিকে নেতাকর্মীরা বের হতে চাইলেও হলের সামনে সাংবাদিক দেখে চলে এসে গেস্ট রুমে অবস্থান নেন। পরে সাংবাদিক চলে গেলে তারা একসাথে বেরিয়ে যান। এসময় তাদের সঙ্গে ছাত্রলীগের ৫ থেকে ৭জন নেতাকর্মীদের দেখা যায়।

এর আগে, দুপুর ১২ টার দিকে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ব্যাগ নিয়ে তাড়াহুড়ো হয়ে বের হয়ে আবাসিক হল ত্যাগ করেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, তারা সাধারণ শিক্ষার্থীদের ভয়ে টিলারগাঁও হয়ে বিমানবন্দর এলাকা দিয়ে পালিয়ে গেছেন।

এদিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিবুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন বিকেল ৩টার মধ্যে হল ত্যাগ করার নির্দেশ দিয়েছে। আমরা প্রশাসনের নিয়ম মেনেই হল ত্যাগ করেছি। আমরা কোনো হিংস্র রাজনীতিতে বিশ্বাসী না। তাই হল ত্যাগ করেছি।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন