হোম বিনোদন শাকিব নাকি সোহম, বড় পর্দায় কে ইধিকার প্রথম নায়ক?

বিনোদন ডেস্ক:

ইধিকা পাল। ভারতীয় টিভি সিরিয়ালের জনপ্রিয় মুখ। বর্তমানে ঢালিউড ইন্ডাস্ট্রিতে আলোচনায় এসেছেন শাকিব খানের বিপরীতে অভিনয়ের মাধ্যমে। কিন্তু শাকিবের সঙ্গে বড় পর্দায় কাজ করার আগে ইধিকার সিনেমায় অভিনয় করার সুযোগ ঘটেছিল। এটা অনেকেরই অজানা।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, রুপালি পর্দায় শাকিব ইধিকার প্রথম নায়ক নন। বরং কলকাতার জনপ্রিয় নায়ক সোহম চক্রবর্তীর সঙ্গে রুপালি পর্দায় প্রথম কাজ করেছেন ইধিকা।

টালিউডের সেই ছবির প্রযোজকও নাকি নায়ক সোহম নিজেই। যদিও সেই সিনেমা নিয়ে মিডিয়ায় কোনো কথা বলতে রাজি হননি ইধিকা সোহম কেউই।

এদিকে ইধিকা ব্যস্ত শাকিবের সঙ্গে তার নতুন সিনেমা ‘প্রিয়তমা’ নিয়ে। শুটিংয়ের শুরুতে বেশ নার্ভাস থাকলেও ইধিকা দারুণভাবে উপভোগ করছেন শুটিংয়ের মুহূর্ত। অন্যদিকে ১০ মে নিজের ফেসবুক পেজে আসন্ন সিনেমার পোস্টার শেয়ার করেন শাকিব। যা নেটিজেনরা দারুণ পছন্দ করেছেন।

নির্মাতা হিমেল আশরাফের এ সিনেমার কাহিনি প্রয়াত ফারুক হোসেনের। আর চিত্রনাট্য ও সংলাপ যৌভভাবে তৈরি করেছেন ফারুক হোসেন ও নির্মাতা নিজেই।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন