হোম অন্যান্যসারাদেশ শহীদ রিজভীর স্মরণে ইবি ছাত্র ইউনিয়নের আলোকচিত্র প্রদর্শনী 

শহীদ রিজভীর স্মরণে ইবি ছাত্র ইউনিয়নের আলোকচিত্র প্রদর্শনী 

কর্তৃক Editor
০ মন্তব্য 28 ভিউজ
ইবি সংবাদদাতা:
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মাহমুদুল হাসান রিজভীর স্মরণে আলোকচিত্র প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় এর আয়োজন করে সংগঠনটি।
মাহমুদুল হাসান রিজভী ছাত্র ইউনিয়ন উত্তরা থানা শাখা সংসদের সদস্য ছিলেন। ১৮ জুলাই আন্দোলন চলাকালীন সময়ে মাথায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন তিনি।
আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখা যায়, এতে প্রাচীন বাংলার জনপদ, ব্রিটিশ আমলের বাংলার ইতিহাস, ৫২ এর ভাষা আন্দোলন, ৬৯ এর গণঅভ্যুত্থান, ৭১ এর মুক্তিযুদ্ধ এবং ২৪ এর জুলাই বিপ্লবের আলোকচিত্র স্থান পেয়েছে। সেখানে দর্শনার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।
প্রদর্শনীর উদ্বোধন করেন উপ উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী। এসময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাংগীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান এবং পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ড. নওয়াব আলী উপস্থিত ছিলেন। এছাড়াও ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক নুর আলম, সহ সভাপতি ওবাইদুর রহমান আনাস ও সাদিয়া মাহমুদ মিমসহ অন্যরা উপস্থিত ছিলেন।
ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সভাপতি মাহমুদুল হাসান বলেন, ‘যেহেতু ভাষা সংগ্রামের মাস চলছে, আমরা মূলত জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ মাহমুদুল হাসান রিজভী এর স্মরণে আলোকচিত্র প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা আয়োজন করেছি, সেখানে প্রাচীন বাংলার জনপদ, ব্রিটিশ আমলে বাংলার ইতিহাস, ৫২ এর ভাষা আন্দোলন, ৬৯ এর গনঅভ্যুত্থান, ৭১ এর মুক্তি যুদ্ধ এবং সর্বশেষ ২৪ এর জুলাই গণ-অভ্যুত্থানের ছবি প্রদর্শন করা হয়েছে। যার মাধ্যমে আমরা ইতিহাসকে পর্যালোচনা করতে পারি।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন