হোম অর্থ ও বাণিজ্য শহরে কমলেও গ্রামে বেড়েছে মূল্যস্ফীতি

শহরে কমলেও গ্রামে বেড়েছে মূল্যস্ফীতি

কর্তৃক Editor
০ মন্তব্য 165 ভিউজ

অর্থনীতি ডেস্ক:

দেশের সার্বিক মূল্যস্ফীতি কমেছে। চলতি বছরের এপ্রিলে সার্বিক মূল্যস্ফীতি কমেছে শূন্য দশমিক ০৭ শতাংশ। তবে সার্বিক খাদ্যমূল্যস্ফীতি বেড়েছে শূন্য দশমিক ৩৫ শতাংশ। এদিকে, শহরে মূল্যস্ফীতি শূন্য দশমিক ৪৮ শতাংশ কমলেও, গ্রামে বেড়েছে শূন্য দশমিক ২৪ শতাংশ।

সোমবার (১৩ মে) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য জানিয়েছে।

বিবিএসের সবশেষ তথ্যানুযায়ী, এপ্রিলে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমে ৯ দশমিক ৭৪ শতাংশ হয়েছে, গত মার্চে যেটি ছিল ৯ দশমিক ৮১ শতাংশ।

বছরের শুরুতে দেশে হঠাৎ বেড়ে যাওয়া খাদ্যমূল্যস্ফীতি প্রতিমাসে বেড়েই চলেছে। এপ্রিলে সার্বিক খাদ্যমূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১০ দশমিক ২২ শতাংশ। মার্চে যেটি ছিল ৯ দশমিক ৮৭ শতাংশ।

এদিকে মার্চে সার্বিক খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৬৪ শতাংশ থাকলেও এপ্রিলে সেটি কমে ৯ দশমিক ৩৪ শতাংশে দাঁড়িয়েছে।

এছাড়া এপ্রিলে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ২৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৯২ শতাংশে। এর মধ্যে খাদ্যমূল্যস্ফীতি ১০ দশমিক ২৫ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৬০ শতাংশ।

আর শহরে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ৪৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৪৬ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ১০ দশমিক ১৯ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ০১ শতাংশ।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন