জাতীয় ডেস্ক :
স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি প্রয়াত শফিউল বারি বাবুর স্ত্রীকে ফ্ল্যাট দিয়েছে বিএনপি।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় গুলশানে চেয়ারপারসন কার্যালয়ে বাবুর স্ত্রী বীথিকা বিনতে হুসাইনসহ দুই সন্তানের হাতে ফ্ল্যাটের বিভিন্ন ডকুমেন্ট বুঝিয়ে দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির পক্ষ থেকে জানা গেছে, শফিউল বারি বাবু ছিলেন সৎ ও নিষ্ঠাবান। তার জীবদ্দশায় দলের ও দেশের চিন্তা ছাড়া কিছুতেই তার মনযোগ ছিল না। এমনকি মাথা গোঁজার জন্য এক টুকরো জায়গা তৈরি করেননি বাবু। তাই তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নির্বাহী কমিটি সদস্য শেখ রবিউল আলম। এছাড়া ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ও ঢাকা উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক উপস্থিত ছিলেন।
২০২০ সালে ২৮ জুলাই শ্বাসকষ্ট নিয়ে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারি বাবু।
