হোম জাতীয় শপথ গ্রহণ নিয়ে নতুন সিদ্ধান্ত জাতীয় পার্টির

শপথ গ্রহণ নিয়ে নতুন সিদ্ধান্ত জাতীয় পার্টির

কর্তৃক Editor
০ মন্তব্য 101 ভিউজ

জাতীয় ডেস্ক:

শপথ গ্রহণ নিয়ে জাতীয় পার্টির (জাপা) নাটকের অবসান হচ্ছে। দলটির নবনির্বাচিত ১১ সংসদ সদস্য বুধবারই (১০ জানুয়ারি) শপথ নেবেন বলে জাপার পক্ষ থেকে জানানো হয়েছে।

মঙ্গলবার (৯ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল (বুধবার) শপথ নেবেন জাতীয় পার্টির নবনির্বাচিত সংসদ সদস্যরা। পূর্ব ঘোষিত বৃহস্পতিবারের সভা বাতিল করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে, সকাল ১০টার মধ্যে জাতীয় সংসদ ভবনের বিরোধী দলীয় উপনেতার কার্যালয়ে জাতীয় পার্টির নবনির্বাচিত সকল সংসদ সদস্যদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

এর আগে তৃতীয় বারের মতো বিরোধী দলের আসনে বসছে জাতীয় পার্টি (জাপা)- এমন আলোচনার মধ্যেই দলটির বিজয়ী প্রার্থীরা বুধবার শপথ নেবে না বলে জানানো হয়। জাপা নেতারা জানান, বৃহস্পতিবার চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে আলোচনার পর নেয়া হবে সিদ্ধান্ত।

এ বিষয়ে জাপার যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম বলেছিলেন, ‘আমাদের দলের নির্বাচিত এমপিরা আগামীকাল শপথ নেবেন না। তারা আগামীকাল বৈঠক করে তাদের করণীয় নির্ধারণ করবেন।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন সংসদ সদস্যদের (এমপি) শপথগ্রহণ বুধবার (১০ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টায় নবনির্বাচিতদের বরণ করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে জাতীয় সংসদ সচিবালয়।

মঙ্গলবার (৯ জানুয়ারি) আওয়ামী লীগের দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে জাতীয় সংসদ সচিবালয়ের একটি সূত্র জানিয়েছিল, বৃহস্পতিবার (১১ জানুয়ারি) নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ হতে পারে।

কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসেই শপথ নিতে যাচ্ছেন নতুন সংসদ সদস্যরা। এরপর নির্বাচনে নিরঙ্কুশ জয় উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে আওয়ামী লীগ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন