হোম আন্তর্জাতিক শনিবার সন্ধ্যায় ঈদের চাঁদ দেখার আহ্বান সৌদির

আন্তর্জাতিক ডেস্ক :

শনিবার সন্ধ্যায় সৌদি আরবের মুসলমানদের ঈদের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিমকোর্ট।

এদিন চাঁদ দেখা গেলে পবিত্র রমজান শেষে সাওয়াল মাস শুরু হবে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সৌদি বার্তা সংস্থা এসপিএ এমন খবর দিয়েছে।

যেসব দেশ ২ এপ্রিল থেকে রোজা পালন শুরু করেছে, তাদের জন্য ৩০ মার্চ রমজানের ২৯ দিন শেষ হবে। ৩৫৪ কিংবা ৩৫৫ দিনে এক বছর হিসেবে চান্দ্রপঞ্জিকায় ১২ মাসের হিসাব করে মুসলমানরা।

গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, অধিকাংশ দেশে ২ মে ঈদুল ফিতর উদযাপিত হবে। বিশেষ করে যেসব দেশে ২ এপ্রিল থেকে রোজা পালন করা হচ্ছে।

সংস্থাটি জানিয়েছে, ৩০ এপ্রিল চাঁদ দেখা অসম্ভব। কারণ চাঁদ সূর্যের আগে অস্ত যাবে।

রমজানের রোজা শেষে মুসলমানেরা ঈদুল ফিতর উদযাপন করেন। চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৯ কিংবা ৩০ দিন মুসলমানেরা সাধারণত রোজা রাখেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন