আন্তর্জাতিক ডেস্ক:
লোহিত সাগর ও বাব আল–মান্দেব প্রণালিতে ইসরাইলি সব জাহাজে হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি।
মঙ্গলবার (১৪ নভেম্বর) হুতি নেতা আবদুল মালিক ইসরাইলি জাহাজে হামলা চালানোর এ হুঁশিয়ারি দেন। খবর রয়টার্সের।
টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি বলেন, লোহিত সাগরে, বিশেষ করে বাব আল-মান্দাব এবং ইয়েমেনের আঞ্চলিক জলসীমার কাছে যেকোনো ইসরাইলি জাহাজ শনাক্ত করার জন্য আমাদের সজাগ দৃষ্টি রয়েছে।
এর আগে, গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রতিশোধ হিসেবে সম্প্রতি ইসরাইলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বিপুল ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল ও ড্রোন ছোড়ে হুতি সদস্যরা।
এতে তেমন ক্ষয়ক্ষতি না হলেও, তাদের দূরপাল্লার সমরাস্ত্রের সক্ষমতা দুশ্চিন্তায় ফেলেছে ইসরাইল ও তাদের পশ্চিমা মিত্রদের। প্রায় ১ হাজার ৪০০ মাইল দূর থেকে ইসরাইলের লক্ষ্যবস্তুতে আঘাত হানে এসব মিসাইল।
হুতিদের সমরাস্ত্র ভাণ্ডার কতটা শক্তিশালী সে বিষয়ে খুব বেশি তথ্য প্রকাশ না করলেও, তাদের সামরিক শক্তি আগের চেয়ে কয়েকগুণ বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। ভাণ্ডারের বেশিরভাগ সমরাস্ত্রই ইরানের দেয়া।
ওমান, আরব সাগর ও লোহিত সাগর হয়ে তেহরান থেকে হুতিদের হাতে পৌঁছায় এসব অস্ত্র।