হোম ফিচার লিভ ইনে নয় পরিবারের সাথেই সুনীলকন্যা

বিনোদন ডেস্ক :

বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেতা সুনীল শেঠির মেয়ে আথিয়া শেঠি। অভিনয়ে পা দিয়েছেন বেশ কয়েক বছর হলেও বাবার মতো তেমন খ্যাতি পাননি এই স্টারকিড। বেশ কিছুদিন ধরেই ভারতের জাতীয় দলের ক্রিকেটার কেএল রাহুল সঙ্গে প্রেম করছেন আথিয়া।

জানা গেছে, চলতি বছরেই প্রেমিকের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন তিনি। তবে এই তারকা জুটির বিয়ের গুঞ্জনে পানি ঢেলেছে আথিয়ার ভাই আহান শেঠি। এই বছর বিয়ে হচ্ছে না, সেটাই জানালেন।

ভারতীয় গণমাধ্যম থেকে জানা যায়, আথিয়া এবং কেএল রাহুল বান্দ্রার একটি নির্মাণাধীন ভবনে পুরো ফ্লোর বুক করেছেন। আথিয়া বলেছেন, এটি সত্য যে তিনি একটি নতুন বাড়িতে যাচ্ছেন। তবে তিনি তার বাবা সুনীল শেঠি এবং মা মানা শেঠি এবং ভাই আহান শেঠির সঙ্গে শিফট করছেন নতুন বাড়িতে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আথিয়া জানিয়েছেন, এসব গুজব দেখে তারা হেসে উড়িয়ে দেন। তবে রাহুলের সঙ্গে লিভ ইন প্রসঙ্গে প্রতিবেদনেরও প্রতিক্রিয়া জানিয়েছেন আথিয়া। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, লিভ ইনে থাকছেন না। বাবা-মা পরিবারের সঙ্গে একেবারে নতুন বাড়িতে থাকবেন। বর্তমানে তারা দক্ষিণ মুম্বাইয়ের আলটামাউন্ট রোডের বাড়িতে থাকেন।

দিন কয়েক আগে এক সাক্ষাৎকারে আথিয়া ভাই আহান জানিয়েছেন, ‘বিয়ে সংক্রান্ত, কোনো আয়োজন করা হচ্ছে না। এমন কোনো অনুষ্ঠান নেই, এগুলো সব গুজব। যখন কোনো বিয়েই নেই, কীভাবে আপনাকে তারিখ জানাবেন। সুনীল শেঠিপুত্র আরও জানান, বিয়ে কেন, বাগদানের তারিখই ঠিক হয়নি। বাগদানের পরিকল্পনাই নেই এখনও। বিয়ে তো পরের কথা! আগামী বেশ কয়েক মাসেও বিয়ের কোনো খবর নেই।
সূত্র: হিন্দুস্থান টাইমস

সম্পর্কিত পোস্ট

মতামত দিন