হোম খুলনাসাতক্ষীরা লিডার্স-এর আয়োজনে শ্যামনগরে বিনামূল্যে স্ত্রীরোগ ও মাতৃসেবা ক্যাম্প

লিডার্স-এর আয়োজনে শ্যামনগরে বিনামূল্যে স্ত্রীরোগ ও মাতৃসেবা ক্যাম্প

কর্তৃক Editor
০ মন্তব্য 10 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলে দুরে‌্যাগ দিন দিন বাড়ছে। বেড়েছে লবণাক্ততাও। লবণাক্ততা বৃদ্ধির কারণে উপকূলে নারীদের জরায়ুসহ বিভিন্ন রোগের হার পূর্বের চেয়ে তুলনামুলকভাবে বৃদ্ধি পেয়েছে। এরই পরিপ্রেক্ষিতে ৩০ শে এপ্রিল ২০২৫ রোজ বুধবার নারী স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে লিডার্স-এর উদ্যোগে শ্যামনগর উপজেলার ১১ নং পদ্মপুকুর ইউনিয়নে বিনামূল্যে বিশেষ স্ত্রীরোগ ও মাতৃসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১ দিনব্যাপী এই ক্যাম্পে শতাধিক নারী, শিশু ও কিশোরীদের চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করা হয়।
উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ১১নং পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের সম্মানীত ইউ পি সদস্য জনাব মোঃ উত্তম কুমার মন্ডল। আরো উপস্থিত ছিলেন জনাব ডাঃ মাহফুজা আলম মুক্তা (এমবিবিএস),গাইনী বিশেষজ্ঞ, সিনিয়র আরএমও, ফ্রেন্ডশিপ হাসপাতাল, উপস্থিত ছিলেন লিডার্সের প্রকল্প সমন্বয়কারী লায়লা খাতুন, লিডার্সের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিরণ¥য় সরদার সহ স্থানীয় নারী ও কিশোরীবৃন্দ।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন যে, দেশের প্রত্যন্ত অঞ্চলে নারী ও মাতৃস্বাস্থ্য সেবা সহজলভ্য করতে এ ধরনের ক্যাম্প আয়োজন করা হয়েছে। গ্রামের অনেক নারী এখনো সচেতনতার অভাবে কিংবা আর্থিক সমস্যার কারণে প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করতে পারেন না। এই ক্যাম্পের মাধ্যমে তাদের কাছে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণের জন্য তিনি লিডার্সকে ধন্যবাদ জানান।

লিডার্সের প্রকল্প সমন্বয়কারী লায়লা খাতুন বলেন, ,”আমরা দীর্ঘদিন ধরে নারীদের স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক উন্নয়নে কাজ করছি। উপক‚লীয় মানুষ বিশেষ করে নারীরা নানা ধরনের রোগে ভুগে থাকেন। সচেতনতার অভাব, উপকূলে হাসপাতালের অভাব, ভালো যাতায়াত না থাকা এবং সর্বপরি পরিবারে অর্থনৈতিক সমস্যার জন্য এসকল এলাকার নারী ও কিশোরীরা যথাযথ চিকিৎসা সেবা গ্রহণ করতে পারেনা। লিডার্স মূলত এসকল এলাকায় নারীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে “‍‌বিনামূল্যে স্ত্রীরোগ ও মাতৃসেবা ক্যাম্প” আয়োজন করে। উক্ত ক্যাম্পে উপস্থিত নারীদের মাঝে প্রয়োজনীয় ওষুধ বিতরন হয়।

সেবাগ্রহণকারী নারীরা জানান, এমন উদ্যোগ তাদের জন্য অত্যন্ত উপকারী হয়েছে। স্থানীয় একজন গর্ভবতী নারী (সর্বরী রায়) বলেন, “আমি দীর্ঘদিন ধরে কিছু স্বাস্থ্য সমস্যায় ভুগছিলাম, কিন্তু ভালো চিকিৎসকের পরামর্শ নিতে পারছিলাম না। এখানে এসে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ পেয়েছি, যা সত্যিই অনেক উপকার হয়েছে।”অনিতা গাইন জানান, “আমাদের গ্রামে মাতৃসেবা ক্যাম্প খুবই দরকার ছিল। এখানে এসে গর্ভকালীন যত এবং পুষ্টির বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছি।”স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলোও লিডার্স-এর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এবং ভবিষ্যতে আরো এ ধরনের কার্যক্রম পরিচালনার আহবান জানিয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন