স্পোর্টস ডেস্ক:
আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে মিনি বিশ্বকাপ খ্যাত চ্যাম্পিয়নস ট্রফির। টুর্নামেন্টকে সামনে রেখে ইতিমধ্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ। আর ঘোষিত দলে সুযোগ হয়নি লিটনের দাসে। ধারাবাহিক ব্যর্থতার কারণেই বাদ পড়েন এই উইকেটরক্ষক ব্যাটার।
চ্যাম্পিয়নস ট্রফির দলে থেকে বাদ পড়ার পরেই বিপিএলে রেকর্ড গড়া এক সেঞ্চুরি হাঁকান এই লিটন। তাকে দলে না রাখা নিয়ে বহু আলোচনাই হয়েছে। দল ঘোষণার মাস খানেক পর লিটনের বাদ পড়া নিয়ে কথা বলেছেন টাইগারদের প্রধান কোচ ফিল সিমন্স। সোমবার (১০ ফেব্রুয়ারি) অনুশীলনের ফাঁকে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি।
লিটন দাসের না থাকা নিয়ে সিমন্স বলেন, ‘মজার ব্যাপার হলো, আমার লিটনের সঙ্গে কথা হয়েছে। যখন দল নির্বাচন করা হয়েছে, তখন প্লেয়ার হিসেবে নিজেকে স্কোয়াডে না পেয়ে নিশ্চয়ই খারাপ লেগেছে। আমি জানি সে নিজের প্রস্তুতি নিচ্ছে এবং ব্যাটিং নিয়ে কাজ করছে। বিপিএলে দেখেছি লিটনের ফর্ম কিছুটা ফিরে এসেছে।’
তিনি আরও বলেন, ‘তার মতো প্লেয়ার আমরা অবশ্যই মিস করবো। কিন্তু একইসঙ্গে, সে নিজেও স্বীকার করে নিয়েছে যে, সে ব্যাট হাতে রান পাচ্ছে না দেখেই তাকে স্কোয়াডে রাখা হয়নি। কিন্তু আমি একটা কথা বলতে চাই, লিটন ফিরে আসার জন্য অনেক পরিশ্রম করছে।’