স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়কত্ব পেয়েছেন লিটন দাস। কিন্তু দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া তো দূরে থাক, স্বভাবসুলভ ব্যাটিংটাও করতে পারছিলেন না লিটন। প্রথম পাঁচ ম্যাচ মিলিয়ে করেছিলেন মাত্র ৩৩ রান। অথচ এই রান করতে তাকে খেলতে হয়েছে ৪৫টি বল। তবে অবশেষে ঘুরে দাঁড়িয়েছেন তিনি।
বুধবার (৭ ফেব্রুয়ারি) খুলনা টাইগার্সের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে ৩০ বলে ২চার ও ৪ ছয়ে ৪৫ রানের দারুণ এক ইনিংস খেলেন লিটন। অল্পের জন্য অর্ধশতক মিস করলেও রানে ফেরায় কিছুটা হলেও স্বস্তি ফিরে পেয়েছেন কুমিল্লার অধিনায়ক।
আসরের প্রথম পাঁচ ম্যাচের মত রানের চেয়ে বেশি রান এই ম্যাচে করেছেন তিনি। আগের পাঁচ ম্যাচ মিলিয়ে মাত্র ৭.৪০ ও ৭৫.৪১ স্ট্রাইক রেটে রান করেছেন লিটন। তবে রান না পাওয়ায় কোনো চাপে ছিলেন না বলে জানিয়েছেন কুমিল্লার অধিনায়ক। বিপিএল লম্বা টুর্নামেন্ট হওয়ায় কোনো না কোনো পর্যায়ে রানে ফিরবেন বলে বিশ্বাস ছিল তার।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে লিটন এ বিষয়ে বলেন, ‘আমার কাছে এই জিনিসটা কখনো চাপ হিসেবে আসেনি। দল থেকেও কোনো ধরনের চাপ বা এমন কিছু ছিল না। আর আমি জানি, এটা লম্বা টুর্নামেন্ট। একটা ম্যাচই লাগে একজন ব্যাটসম্যানের জন্য মোমেন্টাম বদলাতে।’
চাপ বোধ না করলেও রান না পাওয়া নিয়ে আক্ষেপ আছে লিটনের। তিনি বলেন, ‘আমার কাজই হলো রান করা। আগের পাঁচ ম্যাচে রান করতে পারি নাই, আফসোস তো ছিল জিনিসটাতে। আমি যে ধরনের প্লেয়ার আমি রান করতে পারতেছি না। কিন্তু এখনও আমার উন্নতি করার অনেক জায়গা আছে। এখনও লং টুর্নামেন্ট, অনেকগুলো ম্যাচ বাকি। টিমও আমার কাছে চায় পারফরম্যান্স, আমি সেটা চেষ্টা করবো।’
ইনিংস দীর্ঘ করার সুযোগ থাকলেও পারেননি লিটন। চলতি বিপিএলে প্রথম অর্ধশতকের দ্বারপ্রান্ত থেকে ফিরেছেন নাসুমের দারুণ এক ডেলিভারিতে। তবে তা নিয়ে আক্ষেপ নেই লিটনের। তিনি বলেন, ‘আমি কখনো পঞ্চাশের জন্য খেলি না। আমার মনে হয় না, একটা পঞ্চাশ হলে আমি লিটন দাস বদলে যাব। আবার না হলে বদলাব না।’