হোম অন্যান্যসারাদেশ লাঞ্ছিতদের খুঁজে বের করে দুঃখ প্রকাশের নির্দেশ

লাঞ্ছিতদের খুঁজে বের করে দুঃখ প্রকাশের নির্দেশ

কর্তৃক
০ মন্তব্য 97 ভিউজ

অনলাইন ডেস্ক:

করোনা সতর্কতায় মুখে মাস্ক ব্যবহার না করায় বয়স্ক নাগরিকদের লাঞ্ছিত করার অভিযোগে যশোরের মণিরামপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম সাইয়েমা হাসানকে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি লাঞ্ছিতদের খুঁজে বের করে তাদের কাছে দুঃখ প্রকাশের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, আহসানউল্লাহ শরিফীকে নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (২৮ মার্চ) দুপুরে এসব বিষয় নিশ্চিত করে যশোর জেলা প্রশাসক মো. শফিউল আরিফ জানান, জনপ্রশাসনসচিব শেখ ইউসুফ হারুন বয়স্ক নাগরিকদের লাঞ্ছিত করার ঘটনায় জরুরি ভিত্তিতে এসব পদক্ষেপ নেওয়ার নিদের্শ দিয়েছেন। অভিযুক্ত ওই নারী কর্মকর্তা সাইয়েমা হাসানকে নিজ দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ।

জেলা প্রশাসক আরও বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আচরণবিধি মেনে চলার কঠোর নির্দেশনাও দেওয়া হয়েছে।

উল্লেখ্য, যশোরের মণিরামপুরে করোনাভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা না মানায় তিন বৃদ্ধকে কান ধরিয়ে দাঁড় করে সেই ছবি নিজ মোবাইলে ধারণের ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন এসিল্যান্ড সাইয়েমা হাসান।

বিষয়টিকে দুঃখজনক ও অনভিপ্রেত আখ্যা দিয়ে ছবি ভাইরাল করেছেন স্থানীয় বিভিন্ন পেশাজীবীরা। শুক্রবার (২৭ মার্চ) বিকেল ৫টার দিকে যশোরের মণিরামপুর উপজেলার চিনাঢোলা বাজারে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া ছবিতে দেখা গেছে, এক বৃদ্ধ ভ্যানচালক এবং আরো দুই বৃদ্ধকে কান ধরিয়ে দাঁড় করিয়ে ছবি তুলছেন সাইয়েমা হাসান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন