স্পোর্টস ডেস্ক:
শিরোপা ধরে রাখার মিশন নিয়ে লা লিগার নতুন মৌসুম শুরু করতে যাচ্ছে বার্সেলোনা। প্রথম ম্যাচেই ব্লগরানাদের প্রতিপক্ষ গেতাফে। অ্যাওয়ে ম্যাচ হলেও জয় দিয়ে আসর শুরু করতে চায় বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচ শুরু হবে রোববার (১৩ আগস্ট) বাংলাদেশ সময় রাত দেড়টায়।
প্রাক মৌসুম দারুণ কেটেছে বার্সেলোনার। পাঁচ ম্যাচের চারটিতেই জয় তুলে নিয়েছে তারা। এল ক্লসিকোতে হারিয়েছে রিয়াল মাদ্রিদকে, ট্যাটেনহ্যামকে উড়িয়ে দিয়ে জিতেছে হুয়ান গাম্পার ট্রফি। এত কিছুর পরও ব্লগরানাদের মন খারাপ হতে পারে উসমান দেম্বেলের ক্লাব ছেড়ে যাওয়ার কারণে।
নতুন মৌসুমে বার্সেলোনার বিয়োগের পাল্লা ভারি। একে একে ক্যাম্প ন্যুকে বিদায় জানিয়েছেন সার্জিও বুসকেতস, জর্দি আলবা, নিকো গঞ্জালেস, ফ্র্যাঙ্ক কেসি! নতুন তিন মুখ স্পেন এলেও আলোচিত নাম কেবল ইকায় গুন্দোয়ান। দল নিয়ে কিছুটা সমালোচনা চললেও তাদের ওপরই আস্থা রাখছেন জাভি।
তিনি বলেন, ‘দেম্বেলে বার্সেলোনায় থাকছে না শুনে বেশ হতাশ হয়েছি। ওকে ধরে রাখতে আমরা চেষ্টা করেছি, এর বাইরে আমাদের কিছু করার ছিল না। নতুন মৌসুম শুরু হয়ে যাচ্ছে সেদিকে দৃষ্টি দিতে চাই। শিরোপা ধরে রাখতে হলে প্রথম থেকেই ভালো করতে হবে। এখনো বার্সেলোনায় দারুণ কিছু ফুটবলার আছে। আশা করছি ভক্তরা হতাশ হবে না।’
মৌসুমের প্রথম ম্যাচেই বার্সেলোনায় অভিষেক হয়ে যাচ্ছে গুন্দোয়ানের। এছাড়াও গেতাফের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে জাভির সেরা অস্ত্রগুলোই। লেভানদোভস্কি, গাভি, রাফিনিয়া, ডি ইয়াংসহ সবাইকে ফিট পাচ্ছেন কাতালন বস।
গেতাফের মাঠে থেকেই লা লিগা মিশন শুরু করতে হচ্ছে বার্সেলোনার। গেল মৌসুমে যেখান থেকে জয় নিয়ে ফিরতে পারেনি জাভির দল। ক্যাম্প ন্যু’তে যে খেলাটা জিতেছিল বার্সা, সেখানেও গেতাফে নিয়েছিল কঠিন পরীক্ষা। তাই বেশ শতর্ক থাকতে হচ্ছে চ্যাম্পিয়নদের।
এদিকে, গেল মৌসুম ভালো কাটেনি গেতাফের। কোন রকমে রেলিগেশন এড়িয়ে ওরা ছিল টেবিলের ১৫ নম্বরে। এবার অবশ্য বেশ কিছু প্রমিজিং ফুটবলার রেজিস্ট্রেশন করেছে ডিপ ব্লুজ। যাদের মাধ্যমে গেতাফেও আছে চমক দিয়ে মৌসুম শুরুর অপেক্ষায়।