আন্তর্জাতিক ডেস্ক:
লস অ্যাঞ্জেলেসের দাবানলে তৃতীয় দিনে মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। পাঁচটি আলাদা দাবানলে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) পর্যন্ত ১০ হাজারের বেশি অবকাঠামো ধ্বংস হয়েছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
লস অ্যাঞ্জেলেস কাউন্টির মেডিক্যাল এক্সামিনার কার্যালয় থেকে বৃহস্পতিবার রাতে জানানো হয়, দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ১০ জন হয়েছে। তবে মৃত ব্যক্তিদের পরিচয় সম্পর্কে বিস্তারিত কোনোও তথ্য দেওয়া হয়নি।
শহরের পশ্চিমদিকে সান্তা মনিকা ও মালিবুর মধ্যবর্তী প্যালিসেইড এবং শহরের পূর্বদিকে প্যাসাডেনার দাবানলকে লস অ্যাঞ্জেলেসের ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী বলে তালিকাভুক্ত করেছে কর্তৃপক্ষ। এই এলাকায় ইতোমধ্যে প্রায় ৫৩ বর্গমাইল পরিমাণ জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর কিছু আগে এক সংবাদ সম্মেলনে লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ রবার্ট লুনা বলেছেন, দাবানলের শিকার এলাকাগুলো দেখলে মনে হয়, সেখানে কেউ পারমাণবিক বোমা মেরেছে। আমি কোনও ভালো খবর প্রত্যাশা করছি না। আমাদের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
ক্ষয়ক্ষতি সম্পূর্ণ প্রশমনে আগামী ১৮০ দিন সরকার সর্বোচ্চ চেষ্টা করবে বলে কথা দিয়েছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ধ্বংসাবশেষ ও বিষাক্ত বস্তু অপসারণ, অস্থায়ী আশ্রয়কেন্দ্র নির্মাণ, উদ্ধারকর্মীদের ভাতা ইত্যাদিতে প্রয়োজনীয় যাবতীয় খরচ সরকার পক্ষ থেকে বহন করা হবে।
পাঁচটির মধ্যে প্যালিসেইডসে কেবল ছয় শতাংশ ও ইটনে শূন্য শতাংশ আগুন নিয়ন্ত্রণে নেওয়া গেছে। কর্মকর্তারা জানিয়েছেন, ইটনের আগুনে চার থেকে পাঁচ হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। প্যালিসেইডসে এই সংখ্যাটি পাঁচ হাজার ৩০০।
বেসরকারি আবহাওয়া সংস্থা একিউওয়েদারের হিসাব অনুসারে, দাবানলে ১৩ হাজার ৫০০ কোটি ডলার থেকে ১৫ হাজার কোটি ডলারের মতো আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।
আগুন ছড়িয়ে পড়ার প্রথমদিকে বাতাসের তীব্র গতিবেগের কারণে ঠিকমতো কাজ করতে পারছিল না বিমানবাহিনী। তবে বৃহস্পতিবার গতিবেগ কিছুটা কমে আসায় উদ্ধারকর্মীদের কাছে প্রয়োজনীয় সরঞ্জাম আকাশপথে পাঠানো কিছুটা সম্ভবপর হয়।
তবে এরকিছু পরেই বাতাসের গতিবেগ বৃদ্ধি পায় বলে জানিয়েছেন কর্মকর্তারা। এই অবস্থা শুক্রবার স্থানীয় সময় দুপুর পর্যন্ত বহাল থাকতে পারে।
এদিকে, হলিউড হিলসের সানসেট ফায়ার নিয়ন্ত্রণে সক্ষম হয়েছেন দমকলকর্মীরা। দাবানলে ঘরবাড়ি পুড়ে যাওয়া মানুষদের দলে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন তারকাও আছেন। তাদেরই একজন অভিনেতা জেমি লি কার্টিস। পুনরুদ্ধার কার্যক্রমে তার পরিবারের পক্ষ থেকে ১০ লাখ ডলার অনুদানের ঘোষণা দিয়েছেন তিনি।