স্পোর্টস ডেস্ক:
লঙ্কা প্রিমিয়ার লিগে খেলতে গতকালই কানাডা থেকে শ্রীলঙ্কায় পাড়ি জমান সাকিব আল হাসান। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে এদিন ম্যাচ খেলতে নেমে পড়েছেন সাকিব। ব্যাট হাতে বেশিক্ষণ মাঠে টিকতে না পারলেও ঠিকই ঝড় তুললেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয়। সাকিবের পাশাপাশি ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা ও শেভন ড্যানিয়েলের ব্যাটে চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছে গল টাইটান্স।
লঙ্কা প্রিমিয়ার লিগে সোমবার (৩১ জুলাই) ডাম্বুলা অরার বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮০ রান সংগ্রহ করেছে গল টাইটান্স। এদিন ব্যাট হাতে বেশিক্ষণ না টিকলেও ঝড়ো ইনিংস উপহার দিয়েছেন সাকিব।
শেভন ড্যানিয়েল ও লাসিথ ক্রসপুল্লে উদ্বোধনী জুটিতে ২২ রান যোগ করেন। এর মধ্যে ক্রসপুল্লের অবদান ৫ বলে ৩ রান। তৃতীয় উইকেট জুটিতে ভানুকা রাজাপাকসে ও ড্যানিয়েল মিলে ৩২ বলে ৫০ রান যোগ করেন। ২৬ বলে ২টি করে চার ও ছয়ে ৩৩ রান করে বিদায় নেন ড্যানিয়েল।
দলীয় ৯৫ রানে ভানুকা রাজাপাকসে বিদায় নিলে ব্যাট হাতে নামেন সাকিব। ৩৪ বলে ৫ চার ও ২ ছয়ে ৪৮ রান করে ধনঞ্জয়া ডি সিলভার বলে আউট হন ভানুকা।
এদিন ব্যাট করতে নেমে শুরু থেকেই চালয়ে খেলতে থাকেন সাকিব। মাত্র ১৪ বল স্থায়ী হয় তার ইনিংস। এর মধ্যেই ১টি চার ও ২টি ছয়ে ২৩ রান করে শাহনেওয়াজ ধানির বলে বোল্ড হয়ে যান সাকিব। তার আগে ১৭ বলে ১৪ রান করে রানআউট হয়ে যান টিম শেইফার্টও।
ষষ্ঠ উইকেট জুটিতে অধিনায়ক দাসুন শানাকা লাহিরু কুমারাকে নিয়ে ঝড় তোলেন। মাত্র ১৫ বলে ৪১ রান যোগ করেন তারা। ২১ বলে ২ চার ও ৪ ছয়ে ৪২ রান করে অপরাজিত থাকেন শানাকা। ৪ বলে ৭ রান করেন কুমারা।
৪ ওভারে ৩৭ রান দিয়ে ২ উইকেট পান শাহনেওয়াজ ধানি। ডি সিলভা ও বিনুরা ফার্নান্দো ১টি করে উইকেট পান।