হোম খেলাধুলা লক্ষ্য স্থির নেই বিসিবির: সাবেক সভাপতি সাবের

খেলাধুলা ডেস্ক :

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লক্ষ্য স্থির নেই বলে মন্তব্য করেছেন সংগঠনটির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী। সে কারণেই এখনও দেশের ক্রিকেট খুব বেশিদূর এগোয়নি বলে মনে করেন তিনি। এই সংগঠক জানিয়েছেন, বোর্ডের কর্তাদের গাফিলতির জন্য টেস্ট স্ট্যাটাস পাবার পর এই ফরম্যাটে প্রত্যাশা মাফিক অগ্রসরও হননি লাল-সবুজের প্রতিনিধিরা।

সাবের হোসেন চৌধুরী মনে করেন, অস্ট্রেলিয়ার সঙ্গে ঘরের মাটিতে সিরিজ জয় সাফল্য বটে। তবে হেরে গেলেও বিসিবির সব সময় ক্রিকেটারদের পাশে থাকা উচিত। সাবের হোসেন চৌধুরি বলেন, ‘আপনাকে আগে স্বপ্ন দেখতে হবে। এই স্বপ্ন দেখার সাহসও দরকার, এরপর আপনি সেগুলো সাজিয়ে লক্ষ্য স্থির করবেন। আমার তো মনে হয়, ওই জায়গায় আমরা এখনও লক্ষ্য স্থির করতে পারিনি।’

টেস্ট স্ট্যাটাস পাবার ২১ বছর পেরিয়েছে। খেলা হয়ে গেছে ১২৪ টি টেস্ট। কিন্তু বাংলাদেশ জিততে পেরেছে কেবল ১৫ টিতে। ৫-৬টি ম্যাচ ছাড়া যার সবই ছোট দলের সঙ্গে। আছে সাম্প্রতিক সময়ে আফগানিস্তান ও জিম্বাবুয়ের সঙ্গে হারের লজ্জা। ওয়ানডেতে কিছুটা সমীহ জাগানিয়া দল হলেও, টি-টোয়েন্টি ফরম্যাটে এখনও ততটা ভালো দল হিসেবে গড়ে উঠতে পারেনি টাইগাররা। তার হাত ধরে টেস্ট স্ট্যাটাস পেয়েছিল বাংলাদেশ। তাই হয়তো আরও বেশি পোড়ায় সাবেরকে।

অজিদের সঙ্গে সিরিজ জয় টি-টোয়েন্টিতে নতুন মাইলফলক। টাইগারদের আত্মবিশ্বাস বাড়াবে। যদিও অস্ট্রেলিয়ার সঙ্গে যে উইকেটে মাহমুদউল্লাহ রিয়াদের দল জিতেছে তা নিয়ে সমালোচনা আছে। নিউজিল্যান্ড সিরিজের পর টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে প্রতিপক্ষকে হালকাভাবে নিলে হবে না বলে মত এই সংগঠকের। এ সম্পর্কে সাবের হোসেন বলেন, ‘সংযুক্ত আরব আমিরাত বা ওমানের উইকেট ঢাকার মতো হবে সেটা ভুল ধারনা। আর ক্রিকেটও অনিশ্চয়তার খেলা। সেটা যেন আমাদের বিপক্ষে কাজ না করে। বেশি কনফিডেন্স ভাল না।’

গেলো এক দশকে মেয়েদের ক্রিকেট অনন্য উচ্চতায় উঠেছে। এশিয়া কাপের মত উপমহাদেশীয় টুর্নামেন্টে জিতেছে সালমারা। সঠিক পরিকল্পনা থাকলে সব ফরম্যাটে ভালো করার সামর্থ্য আছে বাংলাদেশের। ভালো সময়ের মত খারাপ সময়েও ক্রিকেটারদের পাশে থাকতে হবে বললেন সাবের। ‘অস্ট্রেলিয়ার সঙ্গে যখন হারলাম তখন কিন্তু আমি টুইটারে কমেন্ট করেছি। বলেছি এত কম রান ডিফেন্ড করা কঠিন। এটাই হচ্ছে কমিটমেন্ট। ভাল সময়ে শুধু পাশে থাকব এমনটা না, দল যখন পারফর্ম করবে না তখনও পাশে থাকতে হবে।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন