হোম অন্যান্যসারাদেশ শার্শায় পটল ও পুইশাক এর ব্যাগে গাঁজাসহ আটক-এক

শার্শায় পটল ও পুইশাক এর ব্যাগে গাঁজাসহ আটক-এক

কর্তৃক
০ মন্তব্য 148 ভিউজ

মিলোন হোসেন,বেনাপোল…

যশোররে শার্শা উপজেলার পান্তাপাড়া গ্রাম থেকে বাজারের প্যাকেটের মধ্যে দুই কেজি গাঁজা সহ মোঃ জল্লিুর রহমান(৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (১৩জুন) দুপুর ১টার দিকে গাঁজাসহ আটক করা হয় তাকে । আটকৃত আসামি র্শাশা থানার গোগা বলিপাড়া গ্রামরে জহর আলীর ছেলে।সে নাভারন যাদবপুর গ্রামে বর্তমান বসবাস করে।

শার্শা থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা(ওসি) বদরুল আলম জানান, গোপন সংবাদরে মাধ্যমে এসআই পবত্রি বিশ্বাস সঙ্গীয় র্ফোস নিয়ে পান্তাপাড়া গ্রামে ডাবলুর বাড়ির সামনে পাকা রাস্থার উপর অভিযান চলিয়ে বাজারের প্যাকটের মধ্যে পটল ও পুইশাক এর ভিতরে বিশেষ ভাবে লোকানো অবস্থায় ২কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে যশোর র্কোটে পাঠানো হয়েছে ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন