হোম খেলাধুলা রোহিতকে আইপিএল ছাড়ার পরামর্শ সাবেক কোচের

খেলাধূলা ডেস্ক :

আন্তর্জাতিক ক্রিকেটে সময়টা মোটেও ভালো যাচ্ছে না ভারতের। শেষ ২০১৩ সালে এসেছিল চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০২২ সালে এসে টি-টোয়েন্টিতে রোহিত শর্মার নেতৃত্বে শুরুটা দুর্দান্ত হয়েছিল টিম ইন্ডিয়ার। কিন্তু সেমিফাইনালে স্বপ্নভঙ্গ হয় আরও একবার। সমালোচনার মুখে পড়েন অধিনায়ক। এরই মধ্যে সাবেক ছাত্রের পাশে দাঁড়িয়ে ভারতের হারের কারণ খুঁজে বের করলেন রোহিতের শৈশবের কোচ দীনেশ লাড। বিশ্বকাপ জিততে বাধা হয়ে দাঁড়াচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), এমনটাই মত তার।

ভারতের কোটিপতি ফ্র্যাঞ্চাইজি লিগ কি দেশটির ক্রিকেটের কোনো উপকারে এসেছে? এই প্রশ্ন ক্রিকেটদুনিয়ায় ঘোরাফেরা করছে বহুদিন ধরেই। দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বপ্নভঙ্গ হচ্ছে দলটির। ২০২৩ সালে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। আসন্ন ওয়ানডে বিশ্বকাপের দিকে তাকিয়ে রোহিত শর্মার কোচ তার ছাত্রকে আইপিএল না খেলার পরামর্শ দিয়েছেন।

তিনি বিশ্বাস করেন, ভারতীয় দলকে আসন্ন ওয়ানডে বিশ্বকাপ জিততে হলে রোহিতকে আইপিএল থেকে নিজেকে দূরে রাখতে হবে।

স্পোর্টকিডাকে দেয়া এক সাক্ষাৎকারে দীনেশ লাড বলেন, ‘ভারতীয় দল গত ৭ থেকে ৮ মাসে স্থিতিশীল ছিল না। আমরা বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছি। তাই দলকে ঐক্যবদ্ধ হতে হবে। গত সাত মাসে কেউ আসছেন ওপেন করতে, কেউ আসছেন বোলিং করতে। দলটি মোটেও স্থিতিশীল নয়।’

তিনি আরও বলেন, ‘আইপিএল থেকে রোহিত নাম প্রত্যাহার করবে কি না, সেটা তার ওপর নির্ভর করছে। এ বিষয়ে আমি সিদ্ধান্ত নিতে পারি না। ভারত আর নিজেদের রাজ্যের হয়ে ক্রমাগত ভালো খেললেই কেবল আইপিএলে সুযোগ পাওয়া যায়। আন্তর্জাতিক ম্যাচে ভালো পারফর্ম করলে আইপিএল চুক্তির পরিমাণ বাড়ে। এমনি এমনি তো সুযোগ পাওয়া যায় না।’

অতিরিক্ত ধকল কি কাল হয়ে দাঁড়াচ্ছে রোহিত শর্মার জন্য? এ বিষয়ে দীনেশ লাড বলেন, ‘ধকল কোনো অজুহাত হতে পারে না। আইপিএল খেলছে কেন? বিশ্বকাপ জিততে হলে সরে দাঁড়াও আইপিএল থেকে। আন্তর্জাতিক আঙিনায় প্রতিটি ম্যাচ খেলা উচিত রোহিতের। কারণ, প্রতি ম্যাচ থেকেই আমরা কিছু না কিছু পাচ্ছি। আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে কোনো রকম আপস চলতে পারে না।’

অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মা ৬টি ইনিংসে মাত্র ১১৬ রান করেছিলেন। এই সময়ে তিনি ১৯.৩৩ গড়ে রান করেছিলেন। মাত্র ১টি হাফ সেঞ্চুরি করেন। রোহিত শর্মার এই বাজে পারফরম্যান্সের কারণে তার অধিনায়কত্বও প্রশ্নের মুখে পড়েছে। এখন দেখার বিষয়, রোহিত শর্মা তার ছোটবেলার কোচের কথা শোনেন কি না।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন