হোম অর্থ ও বাণিজ্য রোববার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকবে

বাণিজ্য ডেস্ক :

মকর সংক্রান্তি উপলক্ষে রোববার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

শনিবার (১৪ জানুয়ারি) আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

শফিকুল ইসলাম বলেন, ‘ইন্দো-বাংলা এক্সপোর্টার-ইমপোর্টার কমিউনিকেশন সেন্টার’ এর সাধারণ সম্পাদক শিব শংকর দেব স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়েছে।

তিনি আরও বলেন, রোববার (১৫ জানুয়ারি) ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রাখা হলেও যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন