রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি :
প্রথম আলোর জেষ্ঠ্য প্রতিবেদক রোজিনা ইসলামকে পেশাগত দায়িত্বপালন কালে স্বাস্থ্য মন্ত্রণালয়ে হেনস্তা ও অমানুষিক নির্যাতন শেষে মামলা দিয়ে গ্রেফতারের প্রতিবাদে এবং নিঃশর্ত মুক্তির দাবীতে ঝালকাঠির রাজাপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে কর্মরত সাংবাদিকরা।
হস্পতিবার সকাল ১১টায় রাজাপুর প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। রাজাপুর প্রেসক্লাব আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় রিপোর্টার্স ইউনিটি, বিএমএসএফ, সাংবাদিক ক্লাব, ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, ধাঁনসিড়ি, রক্তের বাধন সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এতে অংশনেন।
এ সময় বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মনিরুজ্জামান খান, রিপোটার্স ইউনিটির সভাপতি মাইনুল হক লিপু, বিএমএসএফ আহবায়ক রুহি দাস বিশ্বাস প্রমূখ। মানববন্ধনে বক্তারা দুর্নীতি গ্রস্থ উপ-সচিব জেবুন্নেছা ও তার সাথে থাকা সকলকে আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবী করেন।