হোম জাতীয় রোজায় সরকারি অফিস ৯টা থেকে সাড়ে ৩টা

রোজায় সরকারি অফিস ৯টা থেকে সাড়ে ৩টা

কর্তৃক Editor
০ মন্তব্য 20 ভিউজ

অনলাইন ডেস্ক:
পবিত্র রমজান মাস উপলক্ষে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর অফিস সময় পুনর্বিন্যাস করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, এসব অফিস সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত চলবে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়েছে, সেহরি ও ইফতারের সময় বিবেচনায় নিয়ে রমজান মাসের জন্য এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে। তবে শুক্রবার ও শনিবার যথারীতি সাপ্তাহিক ছুটি বহাল থাকবে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, ব্যাংক, বিমা, ডাক, রেলওয়ে, হাসপাতাল, রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা ও অন্যান্য জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো জনস্বার্থের কথা বিবেচনা করে নিজস্ব বিধি অনুযায়ী অফিস সময় নির্ধারণ করবে। এছাড়া, সুপ্রিম কোর্ট ও এর আওতাধীন সব আদালতের সময়সূচি নির্ধারণ করবে সুপ্রিম কোর্ট নিজেই।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী মাসের শুরুতে পবিত্র রমজান শুরু হতে পারে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন