জাতীয় ডেস্ক:
রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সংযুক্ত আরব আমিরাতের সহযোগিতা চেয়েছেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম। বঙ্গবন্ধু বাংলাদেশের সঙ্গে আমিরাতের যে সুসম্পর্ক তৈরি করেছিলেন, তা আরও এগিয়ে নেয়ারও আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রেল ভবনে নিজ অফিস কক্ষে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আল হামুদির সঙ্গে বৈঠকে এসব কথা জানান রেলমন্ত্রী। বৈঠকে রাষ্ট্রদূত মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় জিল্লুল হাকিম সংযুক্ত আরব আমিরাত থেকে বিভিন্ন লজিস্টিক সাপোর্ট দিয়ে বাংলাদেশের রেলের উন্নয়নে কাজ করার অনুরোধ জানিয়েছেন।
মন্ত্রী বলেন, রেলের বিভিন্ন সেক্টরের দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে এবং অপারেশন সেক্টরে সহযোগিতাসহ বাংলাদেশের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে রেলের উন্নয়নের সহযোগিতা করতে পারে সংযুক্ত আরব আমিরাত।