রিপন হোসেন সাজু, মণিরামপুর (যশোর) :
যশোরের বসুন্দিয়া হতে মণিরামপুর, কেশবপুর, সাগরদাঁড়ি হয়ে সাতক্ষীরা পর্যন্ত রেলপথ নির্মাণের দাবীতে মণিরামপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মণিরামপুর প্রেসক্লাবের সামনে যশোর-সাতক্ষীরা মহাসড়কে“হৃদয়ে মণিরামপুর” ফেইসবুক গ্রুপ সংগঠন এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক আহমেদ লিটনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সম্পাদক মোতাহার হোসেন, সাংবাদিক এস.এম মজনুর রহমান, জিএম ফারুক আলম, জাহাঙ্গীর আলম, হোসাইন নজরুল হক, বাবুল আকতার ,কাউন্সিলর বাবুলাল চৌধুরী, শিক্ষক টিএম সায়ফুল আলম, মাস্টার আনিচুর রহমান, হৃদয়ে মণিরামপুর”-এর শামছুজ্জামান,হাফিজুর রহমান প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন,সম্প্রতি নাভারন হতে সাতক্ষীরা পর্যন্ত ৪৮ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণের প্রস্তাব করা হয়েছে। যার কার্যক্রম অতিদ্রুত শুরু হবে। ঢাকা থেকে পদ্মা সেতু, বসুন্দিয়া , যশোর, নাভারন হয়ে রেল সাতক্ষীরা যাবে। বসুন্দিয়া হতে সাতক্ষীরার দুরত্ব হবে ৯২ কিলোমিটার।
কিন্তু এই রেলপথটি পরিবর্তন করে বসুন্দিয়া হতে মনিরামপুর, কেশবপুর, সাগরদাঁড়ি হয়ে সাতক্ষীরা নির্মাণ করা হলে বসুন্দিয়া হতে সাতক্ষীরার দুরত্ব হবে মাত্র ৪৯ কিলোমিটার। দুরত্ব কম হবে (৯২-৪৯ ) =৪৩ কিলোমিটার। অতিরিক্ত কোন অর্থ ব্যয়ের প্রয়োজন হবে না। শুধুমাত্র সমীক্ষা ব্যয়টুকু বেশি হবে । এতে করে যশোরের সবকটি উপজেলা রেলপথ নেটওয়ার্কের আওতায় আসবে। তাই সমাবেশে অবিলম্বে বসুন্দিয়া হতে মনিরামপুর, কেশবপুর, সাগরদাঁড়ি হয়ে সাতক্ষীরা পর্যন্ত রেলপথ নির্মাণের দাবী জানানো হয়।