অনলাইন ডেস্ক:
যশোর শহরের রেলগেট এলাকায় মাদক ব্যবসায়ীদের হামলায় নিহত রুস্তম আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২০ আগস্ট সকাল ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে নিহতের স্ত্রী পরিবারের সদস্যসহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন।
মানববন্ধনে নিহতের পরিবারের সদস্যরা জানান, রুস্তম আলী তার বোন আলোচিত মাদক ব্যবসায়ী আনোয়ারা বেগম ও ভাগ্নি শারমিন আক্তার শিউলির কাছে ৭০ হাজার টাকা পেতেন। ওই পাওনা টাকা দাবি করা ও মাদক ব্যবসায় বাধা দেয়ায় গোলযোগ বাধে।
৭ জুলাই বিকেলে রুস্তম আলীকে মারপিট করে গুরুতর আহত করে আনোয়ারা বেগম শিউলি ও তার লোকজন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রুস্তম আলীর স্ত্রী শিলা বেগম আদালতে মামলা করেন। এরপর থেকে আসামিরা মামলা তুলে নেয়ার জন্য হুমকি ধামকি দিচ্ছেন। সর্বশেষ গত ১৮ আগস্ট রাত ১১ টার দিকে রেহানা স্থানীয় আব্দুল করিমের ছেলে মাদক ব্যবসায়ী সবুজ মিন্টু, মাদক কারবারী শিউলি স্মৃতি বিধি রানীসহ ৫-৬ জনকে নিয়ে নিহত রুস্তমালের স্ত্রী শিলার ঘরে হামলা চালায়। এ সময় তারা শিলাকে মারপিট এবং ঘরে থাকা স্বামীর মৃত্যুতে পাওয়া অনুদানের ৫৫ হাজার টাকাসহ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ঘটনার পরপরই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে এবং অভিযোগ দিতে বলে। এরপর থেকে হামলাকারীরা ফোন করে হুমকি ধামকি দিচ্ছেন। মামলা করলে রুস্তম আলীর মত তার সন্তানদের হত্যা করা হবে বলে হুমকি দেয়া হয়েছে। এ অবস্থায় হামলাকারীদের আটক ও ন্যায় বিচার দাবিতে তারা এই মানববন্ধন করেছেন।